৩১ ডিসেম্বর ২০২৪ , ৮:৩৮:১৩ প্রিন্ট সংস্করণ
কালিগঞ্জের মৌতলায় জামাতার লাঠির আঘাতে মাথা ফাটল শ্যালোকের আহত-২।
শেখ নুরুজ্জামান
সাতক্ষীরা,কালিগঞ্জ,প্রতিনিধিঃ-
কালিগঞ্জের মৌতলায় জামাতার লাঠির আঘাতে মাথা ফাটল শ্যালোকের আহত-২,কালিগঞ্জ থানার অভিযোগ সূত্রে ও বাদিদের বরাত থেকে জানা যায় যে, কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের মহব্বত আলী কারিগরের মেয়ে মরিয়মের সঙ্গে একই ইউনিয়নের ঝড়ু খামার গ্রামের কাজী জামিদুল হকের পুত্র কাজী ইসলাম এর সহিত ২২ বছর পূর্বে মরিয়মের বিবাহ হয়, এবং তাদের ঘরে ১ পুত্র ও ১ কন্যা সন্তান আছে,মরিয়ম জানাই যে বিয়ের পর থেকে সে জানতে পারে তার স্বামী কাজী ইসলাম নেশাগ্রস্ত, বিয়ের কিছুদিন পর থেকে প্রায় তাকে মারধর করত, এবং তার নেশার টাকার যোগাড় করতে না পারলে মরিয়মের বাবার বাড়ি থেকে টাকা আনার চাপ দিতেন, এ নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকতো, পরবর্তীতে মরিয়মের বাবার বাড়ি থেকে দেয়া স্বর্ণ অলংকার চাইলে মরিয়ম তার স্বামী কাজী ইসলামকে না দিয়ে বাবার বাড়িতে এসে ওঠে, কিন্তু এতে নিস্তার পায়নি মরিয়ম।অনেকবার তাদের এই পারিবারিক ঝামেলা নিয়ে গ্রাম আদালতে বিচার হলেও তা মানেনি মরিয়মের স্বামী, মরিয়ম তার বাবার বাড়িতে চলে আসলে, রাগের বশবর্তী হয়ে, মরিয়মের স্বামী কাজী ইসলাম তার বাবার বাড়িতে আসে, এবং মরিয়মের ভাই ও ছেলেকে মারপিট করে চলে যায়, এবং পরবর্তীতে আরও মারপিট করার হুমকি ধামকি দিয়ে আসে, তার রেশ গত ৩০/১২/২৪ তারিখে মরিয়মের ভাইপো শাকিল কে মৌতলা বাজারে একা পেয়ে মারপিট শুরু করে, এ সময় শাকিল এর আত্মচিৎকারে আশেপাশের লোকজন-সহ মরিয়মের অন্যান্য ভাই, ভাবি, ভাইপো ঠেকাতে গেলে তারা সংঘবদ্ধ লোকজন নিয়ে তাদেরকে লোহার রড, লাঠি,জিবলির কোচা, দিয়ে মারপিট শুরু করে। বিবাদীর ভাই শরিফুল মরিয়ামের ভাই নাসির উদ্দিনের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে এবং মাথা ফেটে যায়, সাথে সাথে মরিয়মের ভাইপো মেহেদিকে পার্শ্ববর্তী দোকানের বাঁশ এর সাথে বেঁধে মারপিট করতে থাকে, এ সময় তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন সহ মরিয়মের বাড়িতে সংবাদ পেয়ে আহতদেরকে উদ্ধার করে দ্রুত কালিগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বর্তমানে তারা চিকিৎসাধীন, কিন্তু এতেও খ্রান্ত হয়নি বিবাদী কাজী ইসলাম ও তার সাঙ্গু-পাঙ্গরা তারা বিভিন্নভাবে মরিয়ম ও মরিয়মের পরিবারকে জীবন নাশের হুমকি দিয়ে যাচ্ছে, বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে,সর্বশেষ কোন উপায়অন্ত না পেয়ে কালিগঞ্জ থানায় এসে অভিযোগ দায়ের করেন,এবং প্রশাসনের উদ্ধতন কর্মকর্তাদের কাছে জীবনে নিরাপত্তা চেয়ে সুস্থ তদন্ত ভিত্তিক বিচারের দাবি জানিয়েছে।।