অপরাধ

নতুন বছরের প্রথম সিনেমা “মধ্যবিত্ত

নতুন বছরের প্রথম সিনেমা “মধ্যবিত্ত”

মো আবদুল করিম সোহাগ
ঢাকা

নতুন বছরের সিনেমা হিসেবে আগামী ৩ই জানুয়ারি ২০২৫ সারাদেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে তানভীর হাসান পরিচালিত সিনেমা “মধ্যবিত্ত”।

বর্তমান বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের হাসি কান্না সুখ-দুঃখের গল্পে নির্মিত সিনেমা “মধ্যবিত্ত”।

সিনেমাটি মুক্তি উপলক্ষে ৩০ শে ডিসেম্বর ২০২৪ (সোমবার) রাজধানীর অভিজাত একটি রেস্তোরায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সিনেমাটির শিল্পী কলাকৌশলী ও চলচ্চিত্র অঙ্গনে অন্যান্য অতিথিরা।

সম্প্রতি প্রকাশিত ট্রেইলার এবং পোস্টার ইতিমধ্যেই দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে, সোশ্যাল মিডিয়ায় চলচ্চিত্র বিষয়ক গ্রুপগুলোতে চোখ রাখলে এমন চিত্রই দেখা যায়।
টিজারে ফুটে উঠেছে মধ্যবিত্ত জীবনের পরিচিতি সমস্যা গুলো, যা দেখে মনে হবে যেন গল্পটি আমাদের নিজেদের জীবন থেকেই নেওয়া।

পরিচালক তানভীর হাসান জানান, “মধ্যবিত্ত” শুধুমাত্র একটি সিনেমা নয়, এটি আমাদের সমাজের প্রতিচ্ছবি। প্রতিটি মধ্যবিত্ত পরিবারের সদস্য” মধ্যবিত্ত” সিনেমার গল্পের সঙ্গে নিজেদের খুঁজে পাবেন।

উল্লেখ্য সিনে মিডিয়া প্রযোজিত বাস্তবধর্মী গল্পে নির্মিত “মধ্যবিত্ত” সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিশির সরদার, এলিনা শাম্মী, ওমর মালিক, মাইশা প্রাপ্তি, মাসুম আজিজ,রেবেকা রউফ,সমু চৌধুরী, সাবেরী আলম প্রমুখ।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content