৩০ ডিসেম্বর ২০২৪ , ১০:৫৭:০৮ প্রিন্ট সংস্করণ
পাটগ্রামে ভগ্নিপতির বিরুদ্ধে জমির ফসল নষ্ট করার অভিযোগে সংবাদ সম্মেলন ।
আনিছুর রহমান স্টাফ রিপোর্টার
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পৌর ১ নং ওয়ার্ড বেংকান্দা কৃষক আশরাফ আলী জমির ফসল ক্ষেতে গভীর রাতে পূর্ব শত্রুতা যের ধরে নিজ ভগ্নিপতি প্রায় ৫০ শতাংশ জমির তামাক নষ্ট করেছে এমন অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ক্ষতিগ্রস্ত কৃষকের পরিবার । ৩০ ডিসেম্বর সোমবার বিকাল ৩টার সময় নষ্ট ফসল ক্ষেতে উপর পরিবারের সকল সদস্য দের কে সাথে নিয়ে এ সংবাদ সম্মেলন করেন । এসময় কৃষক আশরাফ আলী বক্তব্যে বলেন অনেক দিন ধরে আমার ভগ্নিপতি আমার সাথে শত্রুতা করে আসছে তারা আমাকে আমার ছেলে ও ছোট ভাইকে বিভিন্ন যায়গায় মারধর করে তবুও আমরা প্রতিবাদ করি না তাদের দাবি আমাদের কাছে নাকী জমি পাবে কিন্তু তারা কোন জমি পাবে না আমাদের কাছে এই নিয়ে গতকাল রাতে আমার ফসল ক্ষেতে তামাক নষ্ট করে তার ছেলেরা সবাই মিলে আমি এর বিচার চাই । বিনা কারনে আমার ফসল নষ্ট করেছে এর ক্ষতিপূরণ চাই আমি আশরাফ আলীর স্ত্রী ও ঠিক এমনটাই বক্তব্য দেন ।
এলাকাবাসী জানায় এটা একটা দুঃখজনক ঘটনা যত বড়ই শত্রুতা থাক না কেন ফসলের সাথে এটা ঠিক করে নাই এই ঘটনাটা যে ঘটছে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক ।