অপরাধ

সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ।।

শেখ নুরুজ্জামান সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধিঃ

সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপালচন্দ্র গাইনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আলীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কাউসার তুহিন, কালিগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, বিদ্যালয় এর সহকারী শিক্ষক এটিএম শরিফুল আজাদ, সহকারী শিক্ষক আহসানুল আলম সহকারী শিক্ষক আবু আব্দুল্লাহ আল হাসান সহকারী শিক্ষক রোকনুজ্জামান রোকন সহকারী শিক্ষক আকছির আহমেদ, সহকারী শিক্ষক মিজানুর রহমান প্রমুখ। বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি প্রধান শিক্ষক গোপাল চন্দ্র গাইন, ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content