অপরাধ

মধুপুর চাপড়ী স্কুল এন্ড কলেজ,মাঠে শীতবরণী পিঠা উৎসব

মধুপুর চাপড়ী স্কুল এন্ড কলেজ,মাঠে শীতবরণী পিঠা উৎসব।
মোঃ হাফিজুর রহমান (মধুপুর উপজেলা প্রতিনিধি)
টাঙ্গাইল মধুপুর উপজেলাধীন চাপড়ি স্কুল এন্ড কলেজ স্কুল মাঠ প্রাঙ্গনে এক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।
আজ (২৮ডিসেম্বর২০২৪)ইং রোজ শনিবার সারাদিন টাঙ্গাইল মধুপুর উপজেলাধীন চাঁপড়ি বাজার স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে তিন দিনব্যাপী (২৬,২৭, ২৮)ব্যতিক্রম এক পিঠা উৎসবের আয়োজন করেন চাপড়ী স্কুল এন্ড কলেজ,অ্যালামনাই এসোসিয়েশন কমিটি বৃন্দ। উক্ত পিঠা উৎসবে চাপড়ি স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীরা প্রায় ২৫টির অধিক অস্থায়ী পিঠা ঘড় তৈরি করেন। প্রতিটি ঘরে তৈরি হয় নানান প্রজাতির দেশীয় পিঠ। চাপড়ি স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রী -রা জানা এমন ব্যতিক্রমী পিঠা উৎসবে আয়োজন অংশগ্রহণ করে তারা আনন্দিত। এই পিঠা উৎসবে অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন শ্রেণী পেষার মানুষ ও দূরদূরান্তে হতেও পিঠা উৎসব দেখতে আসেন অনেক লোকজন। তারা জানান প্রতি বছর হোক এমন পিঠোর উৎসব আশাবাদী সাধারণ মানুষের।পিঠা উৎসব দেখতে আসেন বিভিন্ন রাজনীতি ব্যক্তিত্ব, দর্শকদের আনন্দ দিতে আয়োজন করা দেশাত্মবোধক গানের অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানের আয়োজক -রা জানান, শীতের আনন্দকে ভাগাভাগি করতে এমন উৎসবের আয়োজন করা হয়েছে। পরবর্তীতে এমন উৎসব ধারাবাহিক ভাবে ধরে রাখবেন বলে তারা জানান।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content