২৯ ডিসেম্বর ২০২৪ , ১০:১৫:০০ প্রিন্ট সংস্করণ
২৯/১২/২০২৪
মিঠামইনের হাওরে শীত বস্তু বিতরণ সহ কৃষকদের মাঝে টয়লেট ও নলকূপ স্হাপন।
বিজয় কর রতন কিশোরগঞ্জ প্রতিনিধি:-মিঠামইন উপজেলার সদর ও অষ্টগ্রামের সিমান্তবর্তী হাওরে কূলখুনী মৌজায় রবিবার দুপুরে কৃষকদের দূদর্শা লাঘবে মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাঁন মোঃ আবদুল্লাহ আলমামুন সরজমিনে হাওরে গিয়ে প্রত্যেক কৃষকে একটি করে শীত বস্ত(কম্বল) ও পয়ঃনিস্কাশনের জন্য দুটি টয়লেট ও পানীয় জলের জন্য টিউবওয়েল প্রদান করেন।তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাবেদ পাঠান ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো:ইলিয়াস হোসেন সহ প্রকল্পের টিকাদারদের নিয়ে আনুষ্ঠানিক উদ্ভোদন করেন। হাওরের কৃষক জমসেদ মিয়া জানান, বাপ দাদার আমল থেকে এহাওরে জমি জিরাত করিতেছেি কিন্তু এ পর্যন্ত কোনো ইউ,এন,ও স্যার হাওরে এসে এভাবে কোনো কৃষকের সাথে কথা বলেনি এমনকি সুখ দু:খের কথাও শোনেনি। তিনি আমাদের দু:খের কথা শোনে দুটি পানির টিউবওয়েল ও দুটি টয়লেট এবং প্রত্যেক জিরাতিকে একটি করে কম্বল দিয়ে যান।আমরা জিরাতিরা স্যারের জন্য মন খুইল্লা দোয়া করছি।
বার্তা প্রেরক
বিজয় কর রতন
মিঠামইন, কিশোরগঞ্জ