কৃষি

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপসারণ চেয়ে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন!

ডেস্ক রিপোর্ট

২৯ ডিসেম্বর ২০২৪ , ৫:১৮:০৬ প্রিন্ট সংস্করণ

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপসারণ চেয়ে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন!

 

নজরুল ইসলাম আলীমঃ-বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের দুর্গাপাশা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইউনুছ আলী খানের অনিয়ম দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন। ২৮ ডিসেম্বর সকাল ১০ টায় বিদ্যালয়ের মাঠে ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকসহ স্থানীয়রা প্রধান শিক্ষক অপসারণ চেয়ে এই মানববন্ধনের আয়োজন করেন। এ সময় মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী সহ শত শত লোক অংশগ্রহণ করে প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে বিক্ষোভ মিছিল দেয়।এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান এস এম সিরাজুল ইসলাম বাশার সিকদার, জাহাঙ্গীর তালুকদার, মো: মিরাজ আকন, রাসেল হাওলাদার, শিক্ষার্থী আফরিন, ইউপি সদস্য ইউনুছ আলী খান।এ সময় বক্তারা, জিরাইল গ্রামের কাঞ্চন আলী খানের পুত্র বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর কাইয়ুম খানকে বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য করার তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। বক্তারা প্রধান শিক্ষকের নানা অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরে দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয় থেকে প্রধান শিক্ষককে অপসারণের দাবি জানায়।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content