অপরাধ

লালমনিরহাটে এক যুবক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

লালমনিরহাটে এক যুবক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু

একরামুল হক একরাম স্টাফ রিপোর্টার, লালমনিরহাট

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার আনোয়ার হোসেন (৩৫)নামে এক যুবক মোটরসাইকেলে ঢাকা যাওয়ার পথে গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাইওয়ে রোডে ঢাকাগামী কাভার্ড ভ্যানের চাপায় মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর গ্রামের আফজাল হোসেনের পুত্র।

প্রত্যক্ষদর্শির বরাত দিয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ  জানায়, শনিবার,২৮ডিসেম্বর সকালের  দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তাপাড়া দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকায় এ দুঘর্টনা ঘটে।

ঢাকা গামী একটি কাভার্ড ভ্যান পিছন থেকে চলন্ত মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন নামের মোটরসাইকেল আরোহী ঘটনা স্থলে নিহত হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার  সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্থান্তর করে। টিম লিডার আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ফেইসবুকের সুবাদে পরিবারের স্বজনরা সংবাদ জানতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। পরে, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা থেকে লাশ বিকাল সাড়ে ৩ টার দিকে স্বজনদের কাছে হস্থান্তর করেন। গোবিন্দগঞ্জ  হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিজ বাড়ীতে লাশ পৌঁছুলে এক হৃদয বিদারক দৃশ্যের অবতারনা হয়। স্বজনদের আহাজারিতে এলাকার আকাশ বাতাস ভারী হয়ে ওঠে ।আনোয়ার ৪ সন্তানের জনক ।

একরামুল হক একরাম, স্টাফ রিপোর্টার লালমনিরহাট

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content