তথ্য ও প্রযুক্তি

উদীচীর ৯ম সম্মেলন নাসিরনগরে

উদীচীর ৯ম সম্মেলন নাসিরনগরে।

শামীম আল মামুন, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা শাখার ৯ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮/১২/২০২৪রোজ শনিবার নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি হল রুমে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সকাল দশ ঘটিকার সময় নাসিরনগর সদর ইউনিয়ন চেয়ারম্যান পুতুল রানী দাস শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উদ্বোধন করেন। পরে রেলি আকারে নাসিরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড় হয়ে অনুষ্ঠান স্থলে সবাই সমবেত হয়।
মহেন্দ্র চন্দ্র দাস এর সভাপতিত্বে ও মোহাম্মদ তাবারক মিয়ার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত। আলোচনা সভার শুরুতেই দুজন মুক্তিযোদ্ধাকে চাদুরী দিয়ে সম্মান প্রদর্শন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম স্বপন সভাপতি উদীচী জেলা শাখা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেরদৌস রহমান সাধারণ সম্পাদক উদীচী জেলা শাখা আরো উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক এডভোকেট আনোয়ার কবির,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিজ মিয়া আব্দুল বাকী সহ নাসিরনগরের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

অনুষ্ঠানে বক্তারা বলেন সাংস্কৃতির চর্চা না থাকলে দেশ উন্নয়নে বাধাগ্রস্ত হবে। গণতান্ত্রিক দেশ হিসেবে প্রত্যেকের মত প্রকাশের অধিকার আছে। যেকোনো আচার অনুষ্ঠান করতে যেন কোন প্রতিবন্ধকতারম শিকার না হয় এজন্য সরকারের প্রতি আহ্বান জানান।সংগঠনের গঠনতন্ত্র পাঠ করে সবাইকে শুনান নিশাত সুলতানা রোমা।
সবার সুন্দর সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি সাহেব।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content