অপরাধ

পরিচালক সমিতির নির্বাচনের ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন

পরিচালক সমিতির নির্বাচনের ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।

মো আবদুল করিম সোহাগ
ঢাকা

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শনিবার (২৮ ডিসেম্বর)। কিন্তু সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। শুক্রবার (২৭ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার আবদুল লতিফ বাচ্চু তথ্যটি নিশ্চিত করেছেন।

সচিবালয়ে গেল ২৫ ডিসেম্বর আগুন লেগে পাঁচটি মন্ত্রণালয় পুড়ে গেছে। এফডিসিও সচিবালয়ের মতো কেপিআইভুক্ত এলাকা। ফলে ‘নিরাপত্তা ইস্যুতে’ পরিচালক সমিতি নির্বাচনে ভোটগ্রহণের অনুমতি
পায়নি বলে জানা গেছে।

প্রধান নির্বাচন কমিশনার আবদুল লতিফ বাচ্চু বলেন, ‘আমাদের সদস্যদের নির্বাচনি প্রস্তুতি ঠিকঠাক মতো হয়নি, এফডিসির ভেতরে সেট পড়ে আছে। যে কারণে ওই তারিখে ভোট গ্রহণে তাদের আপত্তি ছিল। তাই সব সদস্য মিলে ভোট গ্রহণ স্থগিত করেছি, নির্বাচন নয়।’

কেপিআইভুক্ত এলাকা হওয়ায় নিরাপত্তার কারণে ভোটগ্রহণ স্থগিতের বিষয়টি প্রধান নির্বাচন কমিশনার এড়িয়ে গেলেও নির্বাচনের প্রার্থীরা স্বীকার করেছেন। সভাপতি প্রার্থী শাহীন সুমন বলেন, ‘সচিবালয়ে আগুনের কারণে তথ্য মন্ত্রণালয়ও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কেপিআই এলাকা হওয়ায় এফডিসির নিরাপত্তার বিষয়টিও সামনে আসে। মন্ত্রণালয় পরে ভোটগ্রহণ বা ভিন্ন ভেন্যুতে করার জন্য বলেছিল। এর পর আমরা সবাই মিলে ভোটে পরে আয়োজনের সিদ্ধান্ত নিই।

এফডিসিতে পরিচালক সমিতির নির্বাচন হয়- এটা ঐতিহ্যের মতো হয়ে গেছে। এ নির্বাচনে চলচ্চিত্রের সবাই আসে। একটা মিলন মেলার মতো হয়। আপনি খেয়াল করে দেখবেন, আমাদের নির্বাচনে আলাদা কোনো নিরাপত্তার প্রয়োজন পড়ে না। সবমিলিয়ে আমরা পরবর্তী সময়েই উপযুক্ত তারিখ দেখে এফডিসিতেই ভোট করতে সম্মত হয়েছি’,─ বলেন সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান মানিক।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content