২৭ ডিসেম্বর ২০২৪ , ১১:০০:১৪ প্রিন্ট সংস্করণ
৬ নং আলীনগর ইউনিয়ন শাখা অফিস উদ্বোধন
মোঃ নাজিম মিয়া কমলগঞ্জ (মৌলভীবাজার) স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলার অন্যতম শাখা ৬ নং আলীনগর ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন করা হয়েছে। গত ২৭ ডিসেম্বর শুক্রবার রাত ৮:৩০ মিনিটে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীনগর ইউনিয়ন জামায়াতের সভাপতি ডাঃ আব্দুল করিম এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সেক্রেটারি সাইফুর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলার আমির অধ্যক্ষ মাসুক মিয়া। তিনি তার বক্তব্যে আলীনগর ইউনিয়ন শাখার কার্যক্রমকে গতিশীল করতে একতাবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার নায়েবে আমির আমিরুল ইসলাম কয়সর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সালাম এবং ইসলামী ছাত্রশিবির কমলগঞ্জ উপজেলার সভাপতি জনাব তানভীর রায়হান ওয়াসিম। তারা সবাই নতুন অফিস উদ্বোধনের মধ্য দিয়ে দলের কার্যক্রমকে আরও সুসংগঠিত করার উপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আল মারুফ সালেহ, উলামা পরিষদ আলীনগর ইউনিয়নের সভাপতি মাওলানা আলিমুল ইসলাম, এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ সবাই নতুন অফিসের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিজেদের সমর্থন ও পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানটি সমবেত দোয়ার মাধ্যমে শেষ হয়।