অপরাধ

কালিগঞ্জে চৌমুহনী মাদ্রাসায় স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিবের মতবিনিময়

কালিগঞ্জে চৌমুহনী মাদ্রাসায় স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিবের মতবিনিময়

শেখ নুরুজ্জামান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার সকল শিক্ষক- কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন মাদ্রাসারই প্রাক্তন ছাত্র ও বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিব মুহাম্মদ মাহবুব আলম। শুক্রবার

(২৭ ডিসেম্বর) সকালে মাদ্রাসার হলরুমে এ মতবিনিময় সভায় তিনি মাদ্রাসার সার্বিক খোজ খবর নেন। পরে মাদ্রাসাটির ৫০ বছর পূর্তিতে রি-ইউনিয়ন করার লক্ষ্যে বর্তমান ও পুরাতন ছাত্র-ছাত্রীদের নিয়ে এক পরামর্শ মিটিং অনুষ্ঠিত হয়। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুল কাদীর হেলালী, মাদ্রাসার ছাত্র রোকেয়া মুনসুর মহিলা কলেজের প্রফেসর মোশারফ হোসেন চৌধুরী, মাওলানা মুজিবুর রহমান, সাংবাদিক হাফিজুর রহমান শিমুল, সমন্বয়ক আলহাজ্ব মোঃ আব্দুর রব, শিক্ষক আবু ঈসা সহ মাদ্রাসার কর্মরত শিক্ষক- কর্মচারী এবং নতুন ও পুরাতন ছাত্র প্রমুখ। এসময়ে রি-ইউনিয়নটি আগামী ঈদুল ফিতরের পরের দিন সকলের সিদ্ধান্ত মোতাবেক নির্ধারণ করা হয়। তবে তার পূর্বে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার জন্য সভা থেকে অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content