অপরাধ

মৃত্যুর আগেই কিনে রেখেছিলেন নিজের কাফনের কাপড়

মৃত্যুর আগেই কিনে রেখেছিলেন নিজের কাফনের কাপড়

মো. মিলটন শেখ, নড়াইল জেলা প্রতিনিধি।

দীর্ঘ ২ বছর মরন ঘাতক ক্যান্সারের সাথে যুদ্ধ করে শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমালেন আল-আমিন মোল্লা আকিজ (৩৯)। নড়াইল সদর উপজেলার ৩নং চন্ডিবরপুর ইউনিয়নের পাইকমারী গ্রামের মৃত সত্তার মোল্লার ছেলে ও ৭ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্য (মেম্বার)হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আল-আমিন মোল্লা আকিজ।

পরিবার ও স্থানীয় সুত্রে জানাযায়, দীর্ঘ প্রায় ২ বছর লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলেন তিনি। দেশ ও দেশের বাহিরে চিকিৎসার পরও শেষ রক্ষা হলো না তার। জীবনের শেষ ঠিকানায় পাড়ি দিতে হলো এই ইউপি সদস্যের।

বৃহস্পতিবার (২৬ শে ডিসেম্বর) সকালে তার নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বৃহস্পতিবার আসর নামাজের পর পাইকমারী মধ্যে পাড়া ঈদগাহ মাঠে প্রায় পনেরশো মুসল্লীর উপস্থিতিতে তার জানাযার নামাজ আদায় করা হয়। পরে জানাযার নামাজ শেষে মধ্যে পাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে রেখে যাওয়া স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ স্বজনদের আর্তনাদে প্রকম্পিত হয়েছে পুরো বাড়ি। এলাকার সাধারন মানুষের সাথে মিশে যেতেন খুব সহজেই। আপন মানুষদের সাথে ঘোরাফেরা, আড্ডা দেওয়া সব কিছুই আজ শুধুই স্মৃতি।

ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন একজন কোরআনে হাফেজ। দুইবার নির্বাচিত ইউপি সদস্য এবং বর্তমানে ও তিনি নির্বাচিত ইউপি সদস্যদের দায়িত্ব পালন করে আসছিলেন।
স্বল্প সময়ের মধ্যে মৃত্যু নিশ্চিত জেনেও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলে সবার প্রিয় এই মানুষটি।

পরিবার সুত্রে জানাযায়, তিনি মৃত্যুর আগে নিজেই ইচ্ছা প্রকাশ ও নির্ধারন করেছিলেন তার মৃত্যুর পর কবরের নির্দিষ্ট স্থান। নিজে হাতেই কিনে রেখেছিলেন তার দাফনের জন্য কাফনের কাপড় ও অন্যান্য সরঞ্জাম।

তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
ওপারে ভালো থাকুক সবার প্রিয় এই মানুষটি।

মো. মিলটন শেখ, নড়াইল জেলা প্রতিনিধি

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content