২৭ ডিসেম্বর ২০২৪ , ১০:৫৭:৫৬ প্রিন্ট সংস্করণ
সকল বাঁধা ফেরিয়ে আমানত টাকা ফিরিয়ে দেওয়ার আস্তা নিশান এনজিও
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় তেলিয়াপাড়ায় বাজারের রেল গেইট পেরিয়ে পূর্ব পাশে চুনারুঘাট রোডে নিশান স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন সোসাইটি নামক এনজিও, মাধবপুর উপজেলায় ২০০৭ সালে যাএা শুরু করে নিশান নামক এনজিও টি,হাঁটি হাঁটি পা পা করে সাফল্যের সাথে ১৮ বছর পেরিয়ে উন্নয়ন সাথে ১৯ বছরের পদার্পনে উন্নয়নের সাথে পা রাখতে যাচ্ছে এই প্রতিষ্ঠানটি।বিগত ১৮ বছর ধরে সুনামের সহিত এই নিশান নামক এনজিও টি কোনো গ্রাহকের একটি টাকা ও কোনো সময় আত্মাসাৎ করেনি বলে জানা যায় এবং স্হানীয় সূত্রে জানা যায় এই সংস্থা কারু টাকা আত্মসাৎ করেনি।
৬নং শাহজাহান পুর ইউ’পি, তেলিয়াপাড়ায় প্রতিষ্ঠানের পরিচিতি লাভ করে এই প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্যঃ নিশান স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন সোসাইটি ২০০৭ সালের শেষদিকে হবিগঞ্জের মাধবপুর তেলিয়াপাড়া, কার্যক্রম শুরু করেন, এই প্রতিষ্ঠানটি ২০০৮ সালে RJSC হতে এই প্রতিষ্ঠানটি সুনামের সহিত নিবন্ধন লাভ করেন নিবন্ধন নম্বরঃS-8277(298)/08
ভিশনঃ দারিদ্র বিমোচনের মাধ্যমে সুবিধা বঞ্চিত দারিদ্র্য অসহায় মানুষের স্বাস্থ্য পরিবেশ উন্নয়ন করা হয়,এবং সামাজিক উন্নয়ন করা হয়,
মিশনঃ স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন সম্পর্কে সচেতনতা ও বৃদ্ধি ও অথনৈতিক উন্নয়নের জন্য কর্মসূচী বাস্তবায়ন করা হয়। উল্লেখিত ভিশন ও মিশন কে সামনে রেখে ২০০৮ সাল থেকে অদ্যবধি নানা মুখী সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রম করে আসছেন এই সংস্থা। বিশেষ করে ভিন্ন ভিন্ন নতুন উপজেলায় নতুন কর্ম সংস্থান সৃষ্টি করে সমাজ থেকে বেকারত্ব দূর করে।বিত্তহীন, দরিদ্রক্লিষ্ট,স্বল্পবিত্ত,মধ্যবিত্ত,ও খেটে খাওয়া শ্রমজীবীদের ‘কেআত্মনির্ভশীল করে গড়ে তুলেন এবং খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, বাসস্থান এর উন্নয়ন নিশ্চিত করা হয়। বিভিন্ন শেণীর পেশা,জীবি,কুটির শিল্প ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে জামানত বিহীন ক্ষুদ্রঋণ প্রদান করা হয়। এছাড়াও সেনিটেশন,বনায়ন,স্বাস্থ্য সেবা,শিক্ষা, আইন সহায়তা কার্যক্রম সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম সৌরবিদ্যুৎ ও আইপিএস কার্যক্রম সুনামের সহিত বাস্তবায়ন করে আসছে নিশান নামক এনজিওটি।
প্রতিষ্ঠান প্রধানের পরিচিতি: প্রতিষ্ঠান
প্রধানের নাম : মো: মঈন উদ্দিন,
(এম.এস.এস ও এল.এল.বি) নির্বাহী
পরিচালক। ২০০২ থেকে ২০০৮ পর্যন্ত নানা,রকম,সামাজিক,ব্যবসা,জনহিতকর্ম কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। ২০০৮ সাল,থেকে অদ্যবধি নিশান স্বাস্থ্য ও পরিবেশ,উন্নয়ন সোসাইটিতে নির্বাহী পরিচালক পদে,দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও
তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান কর্তৃক
বিভিন্ন সময় সম্মাননায় ভূষিত হয়েছেন।
এর মধ্যে উল্লেখ যোগ্য Golden,Jubilee
Award-2021, মুক্তিযুদ্ধের বন্ধু শ্রীমতি
ইন্দিরা গান্ধি এ্যাওয়ার্ড- ২০২১, মাদার
তেরেসা স্মৃতি সম্মাননা – ২০২১, ন্যায্য কথা,গুণীজন সম্মাননা- ২০১৪ ইত্যাদি অর্জন,করেন তিনি। এছাড়া তিনি সমাজের বিভিন্ন,ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সময় অনুদানের
ভুমিকা রেখে আসছেন, যা অতুলনীয়।
ইতিমধ্যে বাংলাদেশ সরকার পতনের পর পরই সৃষ্টি হয় দেশের অর্থনীতির বেহাল অবস্থা। প্রতিষ্টানটি আর্থিক সমস্যার সুবাদে একটি স্বার্থান্বেষী মহল নিশান নামক এনজিওটি কে ধ্বংস করতে উঠে পরে লেগেছে। ১৮ বছরের সুনাম নষ্ট করার জন্য এমন পরিস্থিতি সৃষ্টি করেছেন সরল সহজ গ্রাহকদের কে পুঁজি করে।
মোঃ জালাল উদ্দীন নিশান সোসাইটি চেয়ারম্যান/প্রশাসনিক পরিচালক প্রতিষ্ঠানটি লক্ষ্য করে বলেন দেশের এই সরকার পতনের পর পরই দেশের অর্থনীতির বেহাল অবস্থা আর মধ্যে দিয়ে দেশের কিছু জাগায় বন্যায় কব্যলিত এলেকায় অনেকটি শাখা বন্যার জলে ভেসে গিয়েছিল কোনো কিস্তি উত্তলন নেই ,এবং দেশের এই কান্তি লঙ্ঘনে, আমরা নিশান নামক এনজিও’র রিজার্ভ থেকে লোভ অংশ দিয়ে আসছি,ইতিমধ্যে আমরা নিশান মালিক পক্ষ গণ এই ২ মাসে লাভ না দিতে পারছি বিধায় আজকের এই দিনে গ্রাহকদের খুপ।আমাদের নিশান নামক এনজিও গ্রাহকদের প্রতি চির কৃতজ্ঞা জানাই যে দেশের এই বেহাল অবস্থা মাঝে এপ্রিল মাস থেকে গ্রাহকদের আমানত টাকার লাভ্বঅংশ নিতে পারবে জুন মাস থেকে গ্রাহকদের আমানত টাকা পেরত দেওয়ার সিদ্ধান্ত সকল গ্রাহক একমত পোষণ করে নিশান মালিক ও ৬নং শাহজাহান পুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ পারভেজ হোসেন চৌধুরী ও মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেম ও নিশান গ্রাহকরা এই সিদ্ধান্ত জানান। জালাল উদ্দীন উল্লেখ করেন যে নিশান নামক এনজিও’র গ্রাহকদের একটি টাকা ও আত্মসাৎ হবে না বলে আস্তা করেন।
নিশান মাইক্রোফিন্যান্স ডাইরেক্টর মাসুদ রানা গ্রাহকদের উদ্দেশ্য করে বলেন নিশান গ্রাহকদের নিয়েই পরিবার হাতাশ হওয়ার কিছু নাই আমরা নিশান কর্তৃপক্ষ বহুদিন ধরে সুনামের সহিত আছি কোনো দিন গ্রাহক ও সদস্য সাথে কোনোদিন প্রতারণা করিনি নিশান কর্তৃপক্ষ ,আমরা নিশান নামিয়ও ব্যাংক চেক ও লিখত স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে মোঃমঈন উদ্দিন স্ট্যাম্প গ্রহিতার বরাবর সম্পাদন করেন গ্রহিতা ও দাতা গণের সামনে, লিখিত স্ট্যাম্পে হেড অফিস কর্মরত চাকুরী জীবিগণ স্বাক্ষীঃ রুমানা আক্তার (রুমী), শান্তনা সরকার, পপি সিনহা সোমা সিনহা ও সাইফুল ইসলাম সহ স্বাক্ষর দিয়ে স্ট্যাম্প আমানত কারীকে বুজিয়ে দেন। নিশান গ্রাহকদের উদ্দেশ্য বলেন কিছু ইউটিউব ভুল ত্বথ দিয়ে ভিডিও বানিয়ে আমাদের সম্মান নষ্ট করার জন্য প্রচার করছে।গুজবে নজর ও কান দিবেনা আমরা নিশান নামক এনজিও “র মালিক পক্ষ গণ কোনো দিন দেশ থেকে পলায়ন হব না সুতরাং আমরা জন্মগ্রহণ করেছি এই মাটিতে মৃত্যু যেন হয় এই মাটিতে।
মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা
জাহিদ বিন কাসেম নিশান নামক এনজিও”র কাগজ পএ দেখেন স্থানীয় চেয়ারম্যান জনাব মোঃ পারভেজ হোসেন চৌধুরী ও মাধবপুর ছাএ সমনায়ক সহ নিশান মালিক পক্ষ গণ সবাই এক মত পোষণ করেছে বলে যানা যায়।মৌখিক অভিযোগ কারী ও নিশান গ্রাহক আমানত কারী এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়, মাধবপুর উপজেলা ইউএনও বলেন গ্রাহক ও মালিক পক্ষ গণের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানান।
হবিগঞ্জ জেলা পুলিশ ও মাধবপুর থানা পুলিশ সহ (তেলিয়া পাড়া) হরুষ পুর ফাঁড়ি পুলিশ অবস্থান করে যাচ্ছেন। এ দিকে পুলিশ ফাঁড়ি এস আই বুলবুল আহমেদ বলেন গ্রাহক গন আমাদের কে আস্তা দিয়েছে আমাদের সঙ্গীয় ফোর্স নিয়ে আর নিশান নামক এনজিও” র প্রধান কার্যালয়ে অবস্থান করতে হবে না।