অপরাধ

মধুপুরে ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাঁটার অপরাধে ৬জনের জেল জরিমানা

মধুপুরে ফসলি জমিতে অবৈধভাবে মাটি কাঁটার অপরাধে ৬জনের জেল জরিমানা
মোঃহাফিজুর রহমান (মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি)

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন অরনখোলা ইউনিয়নের জলছত্র এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাঁটার অপরাধে ৭জনকে আটক করে ভ্রাম্যমান মোবাইল কোর্ট টিম।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর২০২৪) রাতে মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের জলছত্র এলাকায় ৮একর কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৬টি ট্রাক ও ১টি এক্সক্যাভেটর সমেত সহ ৬জনকে আটক করা হয়।

এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে ১জনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ৫ জনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। এ অভিযানে সহযোগিতা করেন মধুপুর থানা পুলিশের একটি বিশেষ টিম।

সহকারী কমিশনার (ভুমি) রিফাত আনজুম পিয়া জানান,জনস্বার্থে এমন অভিযান ধারাবাহিক ভাবে চলতে থাকবে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content