অপরাধ

গাইবান্ধায় আনন্দঘন পরিবেশে পালিত হলো বড় দিন

গাইবান্ধায় আনন্দঘন পরিবেশে পালিত হলো বড় দিন

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় আনন্দঘন পরিবেশে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে খ্রিষ্ট ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যিশু খ্রিষ্টের জন্মতিথি বড় দিন। কর্মসূচীর মধ্যে ছিল ফুলেল শুভেচ্ছা, কেক কাটা, মিষ্টি মুখ ও আলোচনা সভা।

বুধবার (২৫ ডিসেম্বর) গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে খ্রিষ্টান ধর্মের একটি পরিবার ও দু’জন আদিবাসী খ্রিষ্টান শিক্ষার্থীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে, অভিজিৎ দাস ববির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, আমিনুল ইসলাম গোলাপ, ওয়াজিউর রহমান রাফেল, দেবাশীষ দাস দেবু, সিরাজুল ইসলাম বাবু, মুরাদ জামান রাব্বানী, চুনি ইসলাম, রেবতী বর্মন, গোলাম রাব্বানী মুসা, শহীদ আহমেদ, অঞ্জলি রানী দেবী, রওশন আরা মুক্তি, মুনির হোসেন সুইট, বৃটিশ সরেন, সৌমেন গোস্বামীসহ অন্যান্যরা।

বক্তাগণ, পৃথিবীতে হিংসা বিদ্বেষ, হানাহানি রোধে যিশু খিষ্টের আদর্শ মানব জাতির জন্য অনুকরণীয় হতে পারে। বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সম্প্রীতির বন্ধন অটুট রাখার বিষয়ে সকল মহলকে সজাগ ও সচেষ্ট থাকার আহবান জানান।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content