অপরাধ

নানা আয়োজনে সাভারে বড়দিন উদযাপন

নানা আয়োজনে সাভারে বড়দিন উদযাপন

মো আবদুল করিম সোহাগ
সাভার ঢাকা

সাভারে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন নানা আয়োজনে উদযাপিত হচ্ছে। বিপুল উৎসাহ-উদ্দীপনায় সকাল থেকেই প্রার্থনা ও কেক কাটার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

সাভারের ধরেন্ডা ক্যাথলিক গির্জাসহ ১৫টি গির্জায় প্রায় ১৫ হাজার খ্রিস্টান ধর্মাবলম্বী যিশু খ্রিস্টের জন্মদিনকে বড়দিন হিসেবে উদযাপন করছেন। খ্রিস্টান বাড়িগুলোতে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি।

সকালে এবং রাতে ধরেন্ডা ক্যাথলিক গির্জাসহ বিভিন্ন গির্জায় বাইবেল পাঠ, প্রার্থনা, সংগীত, কীর্তন এবং নতুন পোশাক পরে শিশু ও বড়রা সমবেত হন। তারা বিশ্ববাসীর মঙ্গল কামনায় প্রার্থনায় অংশগ্রহণ করেন। এ আয়োজনে উপস্থিত ছিলেন বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, ধরেন্ডা ক্যাথলিক চার্চের ফাদার অমল ডি ক্রুশসহ আরও অনেকে।

উপাসনালয়গুলোতে শিশু ও কিশোরদের অংশগ্রহণে নানা খেলাধুলার আয়োজন করা হয়। সাভারের চার্চগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সেন্ট যোশেফ ক্যাথলিক ধরেন্ডা চার্চ, কমলাপুর ম্যাথাডিস চার্চ, কমলাপুর সমরিতান শিশু পল্লী চার্চ, আনন্দপুর বেথেলহেম চার্চ এবং শিমুলতলা ব্যাপ্টিস্ট চার্চ।

বড়দিন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content