নারায়ণগঞ্জ

চিরুনিদ্রায় শায়িত হলেন পাদ্রীশিবপুরের সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ হাওলাদার।।

ডেস্ক রিপোর্ট

২৫ ডিসেম্বর ২০২৪ , ৫:৪৫:১৯ প্রিন্ট সংস্করণ

চিরুনিদ্রায় শায়িত হলেন পাদ্রীশিবপুরের সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ হাওলাদার।।

 

নজরুল ইসলাম আলীমঃ-পারিবারিক গ্রস্থানে চিরুনিদ্রায় শায়িত হলেন বাকেরগঞ্জ উপজেলার ১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত সাবেক ইউপি সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও পাদ্রীশিবপুর সেন্ট আলফ্রেডস্ স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রশিদ হাওলাদার।আব্দুর রশিদ হাওলাদার দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।গত ২২ ডিসেম্বর তিনি মারাত্মকভাবে অসুস্থ বোধ করিলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষনে চিকিৎসাধীন অবস্থায় ২৫ ডিসেম্বর(বুধবার) ভোর রাত ০৪ঃ২৫ মিনিটের সময় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।অদ্য ২৫ (ডিসেম্বর) আসরের নামাজের পর তার নিজ বাড়িতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।উক্ত জানাজার নামাজে উপস্থিত থাকিয়া সংক্ষিপ্ত বক্তৃতা প্রদান করেন পাদ্রীশিবপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল হাসান বাবু,সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাজ্জাদুল ইসলাম মোল্লা,পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ডক্টর মোঃ ফরিদুল ইসলাম,মরহুমের পুত্র ইউপি সদস্য মোঃ নাসির হাওলাদার। এ সময় আরো অন্যান্যদের মধ্যে উক্ত জানাজার নামাজে উপস্থিত ছিলেন পরিষদের সদস্যবৃন্দ সহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।জানাযার নামাজের শেষে তাকে তার পারিবার গোরস্থানে অশ্রুসিক্ত মনে দাফন করা হয়।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content