অপরাধ

কাশিয়ানীতে ১ হাজার ৯’শ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো: শাহাদাত ভুঁইয়া

২৫ ডিসেম্বর ২০২৪ , ১:১৬:৫১ প্রিন্ট সংস্করণ

কাশিয়ানীতে ১ হাজার ৯’শ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো:শাহাদাত ভুঁইয়া

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১ হাজার ৯’শ পিস ইয়াবাসহ মোছাঃ আরিফা(৩৯) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

এসময় একটি বাটন মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৭১০ টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মধুমতি সেতু টোল প্লাজার কাছ থেকে ইয়াবাসহ ওই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া র‍্যাব-৬ ক্যাম্প থেকে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী মোছাঃ আরিফা ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ভাটোই গ্রামের বিশারদ মন্ডলের মেয়ে।

র‍্যাব-৬ জানায়, মাদকের একটি বড় চালান পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে মধুমতি নদীর মধুমতি সেতুর কাছে অবস্থান নেয় র‍্যাবের একটি দল।

এ সময় ঢাকা থেকে যশোরগামী হামদান এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সন্দেহজনক অবস্থায় নারী মাদক ব্যবসায়ী মোছাঃ আরিফাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১ হাজার ৯’শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব-৬ আরো জানায়, গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content