২৪ ডিসেম্বর ২০২৪ , ১১:১৩:১৪ প্রিন্ট সংস্করণ
সকল বাঁধা ফেরিয়ে রুখে দাঁড়ানো প্রস্তুতি নিশান এনজিও’র
হবিগঞ্জ প্রতিনিধি : মাধবপুর উপজেলার ৬নং শাহজাহান পুর ইউনিয়নে তেলিয়াপাড়া রোডে নিশান স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন সোসাইটি নামক এনজিওর অফিস দীর্ঘ ২০ বছর ধরে সুনামের সহিত উন্নয়ন শীল সমাজ সেবার অন্তর্ভুক্ত হয়। আবার নিশান সমাজ কল্যাণ সংস্থা ও নিশান হেলথকেয়ার ও ডেভেলপমেন্ট সোসাইটি, সমবায় সমিতির অধীনে নিশান মাল্টিপার কো-অপারেটিভ সোসাইটি হয়ে পরিচালনায় এনজিওটির এই প্রতিষ্ঠানটি মাইক্রোঞেডিট অথরিটি, এমআরএ,থেকে অস্হায়ীভাবে শর্তসাপেক্ষে নিবন্ধন নিয়ে দাবি করে পরিচালনা করে এই নিশান স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন সোসাইটি।
নিশান স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন সোসাইটি নামক এনজিও পরিচিত বহু বছর ধরে সুনামের সহিত উন্নয়ন শীল সমাজ সেবায় এগিয়ে আসায় গ্রাহকদের মাঝে আস্তা ও বিশ্বাস গড়ে উঠে উল্লেখ যে মাধবপুর টু শায়েস্তাগঞ্জ এরিয়া মাঝে হবিগঞ্জ জেলায় শিল্প খার কানা গড়ে উঠে কৃষি জমি উপড়ে শত কৃষক জমি বিক্রি করে সুমান সহিত নিশান নামক এনজিওতে টাকা রাখেন মনুফা বেশি পাওয়ার আসায় রাখেন শত কোটি টাকা আমানত কারীদের কাছ থেকে টাকা নেন ব্যাংক চেক দিয়ে ও লিখত স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে কর্মরত চাকুরী জিবি স্বাক্ষীগণ হল শান্তনা সরকার, রুমানা আক্তার রুমী সামনে আমানত কারী, ভুক্ত ভোগী উষা মজুমদার বলেন নিশান নামক এনজিও
নিশান সোসাইটি চেয়ারম্যান, প্রশাসনিক পরিচালক মোঃ জালাল উদ্দীন বলেন নিশান স্বাস্থ্য ও পরিবেশ উন্নয়ন সোসাইটি সুনাম ধন্য এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে সুনামের সাথে, স্বাস্থ্য পরিবেশ উন্নয়ন সতেছন মুল্যখ,আইন সহতা কার্যকম, কুদ্রঋিন,কার্যকম,সেন্ট্রশন,বনায়ন, কর্মসূচি নানা বিষয়ে উন্নয়ন মূল্যখ কর্মকাণ্ড পরিচালনা করেন উল্লেখ করেন করুনা সময় এই সংস্থা এলাকায় ও ভিন্ন জেলার মানুষের মাঝে উন্নয়ন মুল্যখ কাজ করেন,তিনি নিশান সোসাইটিতে হাজার আমানত কারী গ্রাহকদের ভিড় মাঝে আস্তা তৈরি করার জন্য বলেন দেশের এই কান্তি লঙ্ঘনে বাংলা দেশের এই অবস্থায় আমাদের ২৮টি শাখায় চা-বাগান বন্ধ হওয়ার কারণে নিশান এনজিও’র গ্রাহক রা কিস্তি না দেওয়ায় সমস্যা দেখা দেয় তবে ইতি মধ্যে চা- বাগান চালু হয়ে গেছে নিশান নামক এনজিও প্রতিটি শাখার কেন্দ্র গুলো নিয়মিত কিস্তি উত্তলন হলে এই সমস্যা থাকবে না, নিশান সোসাইটি সুনামের সঙ্গে সকল বাঁধা ফেরিয়ে রুখে দাঁড়ানো প্রস্তুতি
ডেপুটি ডাইরেক্ট আব্দুল জলিল (সায়েম)আমানত কারী উদ্দেশ্যে বলেন আমরা নিশান কৃতি পক্ষ আমারা দীর্ঘ ২০ বছর যাবত এই সংস্থা সুনামের সহিত উন্নয়ন মূল্যখ কাজ করতেছি কোনো সমস্যা হয়নি, দেশের এই পরিস্থিতি কারণে নিশান নামক এনজিও শাখা সংখ্যা ২৮টি শাখা থাকা শর্তে ও চা-বাগান বন্ধ থাকার কারণে কিস্তি পরিশোধ করতে পারে না গ্রাহক,আর কিস্তি উত্তলন না হওয়া এই সমস্যা দেখা দেয়, তবে ৩/৪ মাসের মাঝে সমস্যা থাকবে না গ্রাহক দের মাঝে আমানত কারী ১৫/২৫ লাভ দিতে পারবে আরু উল্লেখ করেন গ্রাহকদের মাঝে নিশান সোসাইটি মালিক পক্ষ গণ আমরা কোনো দিন দেশ থেকে পলায়ন হব না এই বলে গ্রাহকদের মাঝে আস্তা তৈরি করেন।
হরুষ পুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ি এস আই বুলবুল আহমেদ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অবস্থান করে যাচ্ছেন।
মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেম নিশান স্বাস্হ্য ও পরিবেশ উন্নয়ন সোসাইটি অফিসে অনিয়মের বিষয়ে নিয়ে বিকাল ৪.৩০ মিনিটে, ৬নং শাহজাহান পুর ই/পি চেয়ারম্যান জনাব মোঃপারভেজ হোসেন চৌধুরী সহ দীর্ঘ ২ ঘন্টা যাবত আলাপ আলোচনা করেন নিশান মালিক পক্ষ গণ ও কয়েক জন আমানত কারী ও অনান্য ব্যক্তি বর্গদের সিদ্ধান্ত মতে পাসপোর্ট ও আইডি কার্ড জমা দেন নিশান মালিক পক্ষ,নিশান কর্মরত চাকুরী জিবি অফিসে না থাকার কারণে নিশান এনজিও মালিক গণের প্রোপার্টি ভিন্ন জেলায় থাকায় নিশানের নামিয়েও কাগজ গুলো দেয়নি এবং ব্যাংক একাউন্ট ও সেইষ্টম্যান দেওয়ার জন্য ইতিমধ্যে আরু ২ দিনের সময় দেয় সিদ্ধান্ত নিয়ে নিশান সোসাইটি সামনে রাস্তায় উপস্থিত হয় সকল আমানত কারী উদ্দেশ্য করে বলেন ইউএনও জাহিদ বিন কাসেম ও জনাব মোঃ পারভেজ হোসেন চৌধুরী সহ আস্ত করেন ভুক্ত ভোগী আমানত কারীদের।