দেশজুড়ে

কুষ্টিয়ায় কৃষি বিপনণ আইন ও বিধি সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় কৃষি বিপনণ আইন ও বিধি সম্পর্কিত কর্মশালা অনুষ্ঠিত

মোঃ মনজের আলী
স্টাফ রিপোর্টর।

Department Of Agricultural Marketing, Kushtia.
কৃষি বিপণন সম্পর্কিত আইন, বিধি ও কৃষি বিপণন নীতি,২০২৩ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত । ফিড দ্যা ফিউচার বাংলাদেশ পলিসি লিঙ্ক এগ্ৰিকালচারাল পলিসি এ্যাকটিভিটি সহযোগিতায় ও কৃষি বিপণন অধিদপ্তর এর উদযোগে দিশা টাওয়ার, কুষ্টিয়ার সম্মেলন কক্ষ-১ এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ২১ ডিসেন্বর শনিবার সকাল ১১ টায় অনুুষ্ঠিত সভা। য় সভাপতিত্ব করেন জনাব মোঃ জাহিদুল ইসলাম, উপ-পরিচালক , সদর দপ্তর,প্রধান অতিথি, মোঃ সুজাত হোসেন খান,” জেলা বাজার কর্মকর্তা ” ও সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা,কুষ্টিয়া সভাপতি, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি, জনাব আবু জাফর মোল্লা,দেশ এগ্ৰো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল খালেক বিশেষ অতিথি এবং অটো রাইস মিল মালিক, পোল্ট্রি/ মৎস্য ফিড/ উপকরণ শিল্পের প্রতিষ্ঠান মালিক, বিভিন্ন স্তরের বড় বড় প্রতিষ্ঠান মালিক এ সেমিনারে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি মহোদয় উল্লিখিত বিষয়গুলো অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেন।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content