২২ ডিসেম্বর ২০২৪ , ১২:৪৭:২৪ প্রিন্ট সংস্করণ
ইসলাম ধর্ম প্রতিষ্ঠার জন্য “দারুল জান্নাত মহিলা মাদ্রাসা”র উদ্যোগে ওয়াজ মাহফিল
আবু সাঈদ তুষার,
স্টাফ রিপোর্টার, ঢাকা।
ইসলাম ধর্ম শান্তির ধর্ম। ইসলাম ধর্ম মানুষের জীবনকে আলোকিত করে । তাই সকলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের মাধ্যমে আত্মার শান্তি লাভ করেন। আত্মার শান্তি লাভ করার জন্য বিশাল এক ওয়াজ মাহফিলের আয়োজন করে দারুল জান্নাত মহিলা মাদ্রাসা।
২১শে ডিসেম্বর (২০২৪) শনিবার সন্ধ্যা ৬টায় সাভার উপজেলার সাভার পৌর ২নং ওয়ার্ড আড়াপাড়া এলাকায় রশিদ মেম্বার মোড়ে দারুল জান্নাত মহিলা মাদ্রাসার উদ্যোগে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন গন্যমান্য বরেণ্য ওলামায়ে কেরাম গন।
ওয়াজ মাহফিলের সভাপতির দায়িত্ব পালন করেন, আলহাজ্ব হযরত মাওলানা আলী আকবর কাসেমী (মুহতামিম, জামিয়া সিদ্দীকিয়া যাদুঘর মাদ্রাসা, সাভার, ঢাকা ও হেফাজতে ইসলাম বাংলাদেশ উত্তর ঢাকা জেলার সভাপতি)। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাইখুল হাদীস আল্লামা হামেদ জহিরী দা.বা. (খতিব, জমিদার বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ, মিরপুর মাজার রোড ঢাকা), বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মুফতি আমিনুল ইসলাম কাসেমী (প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল, সাভার দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা- ব্যাংক কলোনী ও শাহীবাগ, মসজিদে আব্দুল হাকিম জামে মসজিদের খাতিব)। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, হযরত মাওলানা মনিরুজ্জামান যুক্তিবাদী, চুয়াডাঙ্গা
( জিরানী বাজার বায়তুল মামুর জামে মসজিদের খাতিব, কোনাবাড়ি)। মাহফিল পরিচালনার দায়িত্ব পালন করেন মাওলানা কাজী মোঃ মামুনুর হাসান মনিপুরী (হযরত আবু বকর সিদ্দীক (রাঃ) জামে মসজিদের খাতিব ও অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক) ও মাওলানা মোঃ আনোয়ার হোসাইন (অস্ত্র মাদ্রাসার শিক্ষা সচিব)। উক্ত মাহফিলে তাশরীফ আনেন এলাকার আরো বরেণ্য ওলামায়ে কেরাম গন। উক্ত ওয়াজ মাহফিলের আয়োজন সম্পন্ন করেন আলহাজ্ব মাওলানা ফারুক আহমদ,(প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল -দারুল জান্নাত মহিলা মাদ্রাসা)। সকল ওলামায়ে কেরামগনের বক্তব্যের পর এ ওয়াজ মাহফিল সম্পন্ন করা হয়।