অপরাধ

নাসিরনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে

নাসিরনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

শামীম আল মামুন নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নাসিরনগর কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্প স্তবক অর্পণ করেন। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন।
হাফেজ অলিউল্লাহ এর কোরআন তেলাওয়াত ও শম্ভুনাথ আশ্চার্য এর গীতা পাঠের মাধ্যমে আলোচনা সভা শুরু হয় ।
উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রাফিজ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি কাজী রবিউস সারোয়ার ডাঃ অভিজিৎ রায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রমজান আলী।

আরো উপস্থিত ছিলেন উপজেলা জামাত নেতা অধ্যাপক আমিনুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় প্রতিনিধি সোহাগ নাসিরনগর প্রেসক্লাব প্রতিনিধি মোঃ আসমত আলী সহ আরো অনেকেই।
আলোচনা সভায় বক্তাগণ ১৯৭১ রে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশেকে মেধা শূন্য করার জন্য বুদ্ধিজীবীদের কে কিভাবে হত্যা করে তা আলোচনা করেন।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content