১২ ডিসেম্বর ২০২৪ , ১১:১৭:১১ প্রিন্ট সংস্করণ
সিরাজগঞ্জে শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজের নবনির্বাচিত ম্যানেজিং কমিটি’র পরিচিতি সভা অনুষ্ঠিত।
বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জ:
১২/১২/২০২৪ ইং (বৃহস্পতিবার) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত পরিচিতি সভায় শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাব মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি শাহজাদপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব মোঃ আরিফুজ্জামান আরিফ, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য শাহজাদপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ, শাহজাদপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার মিয়া, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন তোতা, শাহজাদপুর উপজেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হোসেন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াসিন আলী, মোঃ রওশন আলী রোশনাই, শাহজাদপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।