ঢাকাসোমবার , ৯ ডিসেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ
আজকের সর্বশেষ সবখবর

পোশাক খাতে শ্রমিকদের বেতন বাড়ানোর ঘোষণা ১ ডিসেম্বর থেকে কার্যকর

Developer Zone
ডিসেম্বর ৯, ২০২৪ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

পোশাক খাতে শ্রমিকদের বেতন বাড়ানোর ঘোষণা
১ ডিসেম্বর থেকে কার্যকর

মো আবদুল করিম সোহাগ
ঢাক

যেসব শ্রমিকের ডিসেম্বর মাসে ইনক্রিমেন্ট হওয়ার কথা, তারা ৯ শতাংশ বেতন বাড়তি পাবেন। আর যাদের ইনক্রিমেন্ট ডিসেম্বরের বাইরে, তারা ৪ শতাংশ বাড়তি বেতন পাবেন। নতুন মজুরি কাঠামো ঘোষণার আগ পর্যন্ত এ বাড়তি মজুরি কার্যকর থাকবে।

তৈরি পোশাক খাতের শ্রমিকদের ইনক্রিমেন্টে ৪ শতাংশ বাড়তি বেতন ঘোষণা করেছে শ্রম মন্ত্রণালয়। এতে ৫ শতাংশ ন্যূনতম মজুরি বোর্ডের নিয়মিত ইনক্রিমেন্টের সঙ্গে মোট ৯ শতাংশ বাড়তি বেতন পাবেন শ্রমিকরা।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন। তিনি জানান, এ বাড়তি বেতন শ্রমিকরা ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে পাবেন।

সাখাওয়াত হোসেন বলেন, পোশাক খাতে শ্রমিকদের ইনক্রিমেন্টের পাশাপাশি বাড়তি ৪ শতাংশ বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। মালিক ও শ্রমিক পক্ষ এ সিদ্ধান্তে সম্মত হয়েছে।

তিনি আরো জানান, যেসব শ্রমিকের ডিসেম্বর মাসে ইনক্রিমেন্ট হওয়ার কথা, তারা ৯ শতাংশ বেতন বাড়তি পাবেন। আর যাদের ইনক্রিমেন্ট ডিসেম্বরের বাইরে, তারা ৪ শতাংশ বাড়তি বেতন পাবেন। নতুন মজুরি কাঠামো ঘোষণার আগ পর্যন্ত এ বাড়তি মজুরি কার্যকর থাকবে।

পোশাক খাত নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে শ্রম উপদেষ্টা বলেন, দেশের ভেতরে এবং বাইরে থেকে পোশাক খাতের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। বিদেশী গণমাধ্যমে ক্রেতাদের বাংলাদেশ থেকে সরে যাওয়ার উস্কানি দেয়া হচ্ছে। শ্রমিকরা অনেক সময় বুঝে না বা উস্কানির শিকার হয়।

শ্রম সচিব এ এইচ এম শফিকুজ্জামান জানান, গত সেপ্টেম্বরে শ্রমমান উন্নয়নে গৃহীত ১৮ দফার ভিত্তিতে শ্রম মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে। এই কমিটি নির্ধারিত সময়ের চেয়ে ১৫ দিন বেশি নিয়ে সুপারিশ জমা দেয়। সুপারিশে মজুরি বোর্ডের ৫ শতাংশ ইনক্রিমেন্টের সঙ্গে বাড়তি ৪ শতাংশ যুক্ত করার প্রস্তাব করা হয়, যা উভয় পক্ষ মেনে নিয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার বলেন, পাঁচটি বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়েছে।”তিনি শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন,দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্রে পা দেবেন না।

শ্রম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং খাতের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।

শেয়ার করুন: