ঢাকাসোমবার , ৯ ডিসেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে ৫৯ কেজি গাঁজা উদ্ধার, শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

Developer Zone
ডিসেম্বর ৯, ২০২৪ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃমোরছালিন জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটের সদর উপজেলার ভাদসা এলাকায় অভিনব কায়দায় মিনি ট্রাকের মাধ্যমে গাঁজা পাচারের সময় ৫৯ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫) জয়পুরহাট ক্যাম্প। এ ঘটনায় শীর্ষ মাদক কারবারি মো. ইব্রাহিম (৩০) গ্রেফতার হয়েছেন। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মিনি ট্রাকটিও জব্দ করা হয়।

গ্রেফতারকৃত ইব্রাহিম কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাখরাবাদ বলবদী গ্রামের মো. কফিল উদ্দীনের ছেলে।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে র‍্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইব্রাহিম দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাইকারি বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের গোয়েন্দা সদস্যরা তার গতিবিধি পর্যবেক্ষণ করেন।

এরই ধারাবাহিকতায় রবিবার (৮ ডিসেম্বর) জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইব্রাহিমকে গ্রেফতার করা হয়। অভিযানকালে মিনি ট্রাকে বিশেষভাবে লুকানো অবস্থায় প্লাস্টিকের ড্রামের নিচে পাটাতনের ওপর রাবার ম্যাট দিয়ে ঢেকে রাখা ৫৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

র‍্যাব জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে তারা কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

শেয়ার করুন: