দেশজুড়ে

সীতাকুণ্ডে চলন্ত কাভার্ডভ্যানে আগুন, ক্ষয়-ক্ষতি প্রায় অর্ধলক্ষ টাকা

 

মো.ওমর ফারুক রকি
চট্টগ্রাম স্টাফ রিপোর্টার

সীতাকুণ্ডে চলন্ত কাভার্ডভ্যানে আগুন লেগে অর্ধলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত ১টা দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, পণ্যবাহী কাভার্ডভ্যানটি মহাসড়কের বাঁশবাড়িয়া বাজার এলাকা অতিক্রম করার সময় হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. ফিরোজ মিয়া জানান, ওভারহিটের কারণে ব্যাটারির অ্যাসিড থেকে কনটেইনারের ভেতরে আগুনের সূত্রপাত হয়। এতে ভ্যানের ভেতরে থাকা মালামাল পুড়ে গিয়ে অর্ধলক্ষ টাকার ক্ষতি হয়েছে। তবে সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content