ঢাকাসোমবার , ২ ডিসেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ
আজকের সর্বশেষ সবখবর

যথাযোগ্য মর্যাদায় পবিত্র দরবারে জিলানী শরীফে খোশরোজ শরীফ পালিত। স্টাব রিপোটার খালেদা আক্তার কল্পনা

Developer Zone
ডিসেম্বর ২, ২০২৪ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

যথাযোগ্য মর্যাদায় পবিত্র দরবারে জিলানী শরীফে খোশরোজ শরীফ পালিত। স্টাব রিপোটার খালেদা আক্তার কল্পনা
গত ১ লা ডিসেম্বর ২০২৪ ইং তারিখে উত্তর নালাপাড়া, চট্টগ্রাম, বাংলাদেশ অবস্থিত দরবারে জিলানী শরীফে হযরত মাওলা আলী (রা.) এবং অত্র দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহ্ সুফী মুহাম্মদ জুনাইদ (মা.জি.আ) এর খোশরোজ শরীফ অনুষ্ঠিত হয়। খোশরোজ শরীফ উপলক্ষ্যে সারাদিন ব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সূচীর মধ্যে ছিলো বাদে আসর থেকে খতমে কোরআন শরীফ,খতমে আসমাউল হুসনা, খতমে গাউসিয়া, খতমে খাজেগান, খতমে শেফা শরীফ অভিজ্ঞ উলামায়ে আহলে সুন্নাহ দ্বারা পরিচালিত হয়।উক্ত খতম সমূহের মুনাজাত করেন আলহাজ্ব জনাব মাওলানা আতাউর রহমান নইমী সাহেব, আরবী প্রভাষক, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা এবং বাদে এশা থেকে পুরো বাংলাদেশের খ্যাত নামা শায়ের আহলে সুন্নাহ দ্বারা জিকিরে মোস্তাফা (দ.) পরিচালিত হয়। উক্ত মাহফিল ছদারত করেন : হযরত শাহ্‌ সুফি মুহাম্মদ জুনাইদ (মা.জি.আ)। আরো উপস্থিত ছিলেন : শায়ের মুহাম্মদ ইকবাল হোসাইন , শায়ের মুহাম্মদ তারেক রেজা, শায়ের আমিনুল ইসলাম,মুহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম,এ.এন.এম মতুর্জা, জাবির বিন জুনাইদ, মুনির হোসাইন উৎস, মেরিন ক্যাপটেন আসকারি, মুহাম্মদ আসাদুজ্জামান সহ অসংখ্য ভক্তবৃন্দ।উক্ত মাহফিলে আগামী ২৬ এবং ২৭ ই রজব পবিত্র মিরাজুন্নবী (দ.) এবং উরসে খাজা গরীবে নেওয়াজ হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন: