দেশজুড়ে

নাজিরপুরে উপনির্বাচন, শেষ দিনে জমা দিলেন আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন

ডেস্ক রিপোর্ট

১৯ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:৪৫:৪৮ প্রিন্ট সংস্করণ

 

পিরোজপুর প্রতিনিধি:-

পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের উপনির্বাচনে আজ শেষ দিনে জমা দিলেন আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র।
রবিবার (১৯ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খান কয়েকজন সিনিয়র নেতাদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে গিয়ে মনোনয়ন পত্র জমা দেন।এসময় তার সাথে উপজেলা পরিষদ চত্বরে সহস্রাধিক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার এবিএম সিদ্দিক। পাশাপাশি এদিন সকালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ হিরুয়ার রহমান মোল্লা পিরোজপুর জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়।

 

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৯ নভেম্বর মোঃ মোশারেফ হোসেন খান উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি সদর ইউনিয়ন থেকে ছয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।সর্বশেষ ২০২১ সালের জুনে তিনি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং এবারের উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। মোঃ মোশারেফ হোসেন খান তাঁর দলীয় মনোনয়ন পাওয়ার খবর নিশ্চিত করেছেন।নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগের এ নেতা জানান, নৌকা জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মার্কা, উন্নয়নের মার্কা।নৌকার বিজয় মানে এদেশের উন্নয়ন অগ্রযাত্রার বিজয়।উপজেলা বাসি তাদের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বিগত দিনের মত এই নির্বাচনেও নৌকার বিজয় নিশ্চিত করবে।

স্বতন্ত্র প্রার্থী বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ হিরুয়ার রহমান মোল্লা টেলিফোনে এই প্রতিবেদককে জানান,আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছি।দলীয় সদস্য পদে থেকে কিভাবে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী দল থেকে অব্যহতি নিয়ে নির্বাচন করব নাকি দল আমাকে বহিস্কার করবে তা বলার সময় এখনও আসেনি, এটা ২৭ ফেব্রুয়ারীর পরে বলা যাবে।পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজউদ্দিন (রানা) জানান, বর্তমান সরকারের আমলে বিএনপির কোনো নেতা-কর্মী নির্বাচনে অংশগ্রহন করবেনা।হিরুয়ার রহমান মোল্লা যদি দলীয় সিদ্ধান্ত না মেনে মনোনায়নপত্র দাখিল করে থাকেন তাহলে আমি আশা করি নির্ধারিত তারিখের মধ্যে মনোনায়নপত্র প্রত্যাহার করে নিবেন, অন্যথায় দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাহার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।প্রসঙ্গত গত ১ নভেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার মৃত্যুবরণ করেন। তিনি ২০০৯ ও ২০১৯ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তার মৃত্যুতে উপজেলা পরিষদ শুন্য হলে আগামী ১৬ মার্চ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন হবে।
এবারের নির্বাচনে ভোট গ্রহণ হবে ইভিএমের মাধ্যমে। নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২০ ফেব্রুয়ারি বাছাই ও ২৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content

লাখাইয়ে ইসলামি আন্দোলন এর বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্টিত।

আলফাডাঙ্গায় বিএনপি উদ্যোগে আলোচনা সভা,ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

গাইবান্ধায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহতের ঘটনায় এলাকাবাসীর বিক্ষোভ

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন দৌলতপুর উপজেলা প্রশাসনের   মো: আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার, দৌলতপুর মানিকগঞ্জ।   মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায়  শহীদ বুদ্ধিজীবী বুদ্ধি দিবস পালন করে উপজেলা প্রশাসন   ১৪(ডিসেম্বর)সকাল ৮ টায়  শহীদদের প্রতি ফুল দিয়ে  শ্রদ্ধা জানায়  দৌলতপুর উপজেলা প্রশাসন, দৌলতপুর থানা  সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।    পরে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা  সভার আয়োজন করা হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা জনাব আশিকুর রহমান চৌধুরী।এসময় বক্তব্য রাখেন -সদ্য যোগদানকৃত থানা অফিসার ইনচার্জ ওসি সুমন কুমার আদিত্য, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:হাসিন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল হক, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কাশেম, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম , প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম প্রমুখ। অফিসার্স ইনচার্জ সুমন কুমার আদিত্য বলেন ১৪ই ডিসেম্বরের যে নীশংস হত্যাকান্ড চালিয়েছে তা জাতিকে মেধাশূন্য করার লক্ষ্য ছিল মূল উদ্দেশ্য।   সভাপতিত্ব বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আশিকুর রহমান বলেন একটা জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে দেশের বুদ্ধিজীবীরা, আর সে বুদ্ধিজীবীদের নিসংস ভাবে হত্যা করা হয়  তাহলে আর রাষ্ট্রের কি থাকে।

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন দৌলতপুর উপজেলা প্রশাসনের মো: আমিনুল ইসলাম, স্টাফ রিপোর্টার, দৌলতপুর মানিকগঞ্জ। মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় শহীদ বুদ্ধিজীবী বুদ্ধি দিবস পালন করে উপজেলা প্রশাসন ১৪(ডিসেম্বর)সকাল ৮ টায় শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানায় দৌলতপুর উপজেলা প্রশাসন, দৌলতপুর থানা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা জনাব আশিকুর রহমান চৌধুরী।এসময় বক্তব্য রাখেন -সদ্য যোগদানকৃত থানা অফিসার ইনচার্জ ওসি সুমন কুমার আদিত্য, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:হাসিন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল হক, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কাশেম, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম , প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম প্রমুখ। অফিসার্স ইনচার্জ সুমন কুমার আদিত্য বলেন ১৪ই ডিসেম্বরের যে নীশংস হত্যাকান্ড চালিয়েছে তা জাতিকে মেধাশূন্য করার লক্ষ্য ছিল মূল উদ্দেশ্য। সভাপতিত্ব বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আশিকুর রহমান বলেন একটা জাতির শ্রেষ্ঠ সন্তান হচ্ছে দেশের বুদ্ধিজীবীরা, আর সে বুদ্ধিজীবীদের নিসংস ভাবে হত্যা করা হয় তাহলে আর রাষ্ট্রের কি থাকে।

রানা প্লাজা গার্মেন্টস শ্রমিকদের শান্তির সমাবেশ

রাণীনগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন