সারাদেশ

প্লাস্টিক মুক্ত বাংলাদেশ গড়ি

প্লাস্টিক মুক্ত বাংলাদেশ গড়ি

মো:  শাহাদাত ভুঁইয়া

ঝালকাঠি সরকারি কলেজে সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে” প্লাস্টিক মুক্ত বাংলাদেশ গরিব “সচেতনতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় সংগঠনটি কেন্দ্রীয় সভাপতি মো: সিয়াম কাজীর পরিচালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মো: আসাদুজ্জামান তালুকদার।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুখদেব বাড়ৈ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি কলেজের উপাধাক্ষ প্রফেসর দেবাশীষ হাওলাদার।

এ সময় শুরুতে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংগীত, ও ছাত্র আন্দোলনের শহীদ হওয়া শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠি সরকারি কলেজের অধ্যাপক প্রফেসর সুখদেব বাড়ৈ বলেন,
আমি জানতে পেরেছি বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ঝালকাঠি সরকারি কলেজ থেকে প্রতিষ্ঠা করা হয়। এটি জেনে আমি খুবই খুশি। শিক্ষার্থীদের এই স্বেচ্ছাসেবী মনা কার্যক্র আমার খুবই ভালো লেগেছে। পলিথিন কিংবা প্লাস্টিক দ্রব্য একটি ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে, এ থেকে মুক্তির জন্য বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন যে উদ্যেকটি আজ গ্রহণ করেছে এটি কার্যকর হবে বলে আমি আশা রাখি। আপনারা এগিয়ে যান, আপনাদের পাশে ঝালকাঠি সরকারি কলেজ সবসময় থাকবে।

বিশেষ অতিথির বক্তব্যে ঝালকাঠি সরকারি কলেজের উপাদক্ষ প্রফেসর দেবাশীষ হাওলাদার বলেন,
প্লাস্টিক দ্রব্য কোথাও মিল করা যায় না। রাস্তাঘাটের পাশে কিংবা কোন স্থানে প্লাস্টিকের বোতল, চিপসের খোসা, কিংবা পলিথিন যখন পরিবেশে ফেলানো হয় সেই স্থানে কখনো একটি বৃক্ষ উর্ধায়ন করতে পারে না।আর যদি বৃক্ষয় না বাঁচে আমাদের অক্সিজেন নিতে অনেক সমস্যা হবে। বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ঝালকাঠি সরকারি কলেজ কে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এত সুন্দর একটি মন মুগ্ধকর আয়োজন করার জন্য।

সভাপতি বক্তব্যে বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোঃ আসাদুজ্জামান তালুকদার বলেন,
এই সংগঠনটি ঝালকাঠি সরকারি কলেজে ১৫ই মে ২০২৩ সালে প্রতিষ্ঠা করা হয়। সেই সময় থেকে সংগঠন টির সভাপতি মো: সিয়াম কাজীর সহায়তায় সংগঠনটি এগিয়ে নিয়ে যেতে সার্থক হই। ঝালোকাঠি সরকারি কলেজ থেকে প্রতিষ্ঠিত সংগঠনটি ছড়িয়ে পড়েছে অন্যান্য অনেক কলেজে। আশা রাখছি এই সংগঠনটি বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন জেলাভিত্তিক কাজ করবে।এবং একদিন বাংলাদেশ ভিত্তিক কাজ করতে সার্থক হব। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য জানাই।

সভা শেষে বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর অংশ ঝালকাঠি সরকারি কলেজ ব্লাড ব্যাংক এর পক্ষ থেকে সার্টিফিকেট বিতরণ করা হয়।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content