ঢাকাসোমবার , ১১ নভেম্বর ২০২৪
  1. kook
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন
  6. আন্তর্জাতিক
  7. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  8. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  9. ঈদগাঁও
  10. কক্সবাজার
  11. কুড়িগ্রাম
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. চাকরি
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বিপ্লব ও সংহতি দিবস

Developer Zone
নভেম্বর ১১, ২০২৪ ৯:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

বাগেরহাটে বিপ্লব ও সংহতি দিবস
উপলক্ষে র‌্যালি ও আলোচনা
শেখ মিরানুজ্জামান,বাগেরহাট প্রতিনিধি :
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাগেরহাটে জেলা যুবদলের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত। রবিবার (১০ নভেম্বর) বিকালে বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজোন মোল্লার নেতৃত্বে অনুষ্ঠিত র‌্যালিটি শহরের নরমসজিদের মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের স্বাধীনতা উদ্যানে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় যোগদান করেন। আরোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেশোনা বিষয়ক সম্পাদক মোঃ শামিমুর রহমান শামিম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।
সমাবেশে বিএনপির অন্যান্য নেতাদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, শেখ ওয়াহিদুজ্জামান দিপু. জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, শেখ শমশের আলী মোহন, অধ্যাপক হাদিউজ্জামান হিরো, শেখ শাহেদ আলী রবি, প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নে সকল শ্রেণীর মানুষকে সম্পৃক্ত করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কোনো সভা-সমাবেশ করতে দেয়া হয়নি। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছিল। এখন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। তবে এই অন্তর্র্বতীকালীন সরকার বেশিদিন ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করলে তার ফল ভালো হবে না। অবিলম্বে সংসদ নির্বাচনের তারিখ ষোঘসার দাবি জানান বক্তারা।

শেয়ার করুন:

এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

 

বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।