কৃষি

স্বৈরাচার সরকারের পতনের পরেও থেমে নেই সন্ত্রাসী তান্ডব

 

ঢাকা নিউ মার্কেট এলাকার ৪৩ নিউ এলিফ্যান্ট রোডের বাড়ি দখল ও সন্ত্রাসী হামলার অভিযোগ। জানাযায় দীর্ঘ ১২বছর নিজ বাড়ি থেকে বঞ্চিত নাজমুল করিম তুহিন, ৫ই আগষ্টের পর বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় নিজ বাড়িতে উঠলেও নানা ধরনের মিথ্যা অজুহাতে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

আওয়ামী যুবলীগ নেতা সন্ত্রাস দখলবাজ এহসানুল করিম ইশানের নেত্রিত্বে একদল সন্ত্রাসী বাহিনী প্রতিনিয়ত হামলা মামলা দিয়ে সন্ত্রাসী কায়দায় উক্ত বাড়ি ও দোকান ঘর দখলের চেষ্টা চালাচ্ছে। এব্যাপারে স্থানীয় থানার অদৃশ্য ইঙ্গিতও রয়েছে বলে অভিযুক্তের দাবি।

জানাযায় প্রতারক এহসানুল করিম ভুয়া আমমোক্তার নামা দলিল বানিয়ে উক্ত বাড়িটি দখল করে নেয় যা আদালত কর্তৃক বাজেয়াপ্ত করা হয়, তবুও থেমে নেই তাদের তান্ডব। থানায় অভিযোগের ভিত্তিতে এসআই রায়হান ১৫৪ ধারার নিষেধাজ্ঞা জারিকৃত সাইনবোর্ড লাগিয়ে দেন। উক্ত দোকান ঘরের তালা ভেঙ্গে কয়েক লাখ টাকার মালামাল লুট করে দখল নেয়া হয়। দখলদার এহসানুল করিম ওরিয়েন্ট নামক প্রতিষ্ঠানকে অন্যের মালিকানাধীন দোকান ঘর ভাড়া দিয়েছে মর্মে জানাযায়।
এবিষয়ে নাজমুল করিম তুহিন থানায় মৌখিক অভিযোগ করলে অফিসার ইনচার্জ জনাব মহসিন মিয়া সত্যতা যাচাইয়ে তাৎক্ষণিক একজন অফিসারকে ঘটনাস্থলে পাঠায়, ঘটনার সত্যতা জানলেও কোনো আইনী পদক্ষেপ গ্রহন করেনি বরং অভিযোগকারীকে আদালত কর্তৃক রায়ের কাগজ দেখাতে বলেন, অতঃপর থানা ব্যবস্থা নিবেন বলে জানায়। অভিযোগকারীকে দূর্বল করার লক্ষে তার আপন শ্যলক জাফরকে মিথ্যা মামলায় নিউ মার্কেট থানায় দীর্ঘদিন কর্মরত এসআই রায়হান আটক করে জেল হাজতে প্রেরণ করে।এবিষয়ে অফিসার ইনচার্জ মহসিন মিয়ার বরাত দিয়ে জানাযায় গ্রেফতারকৃত আসামী এমপি ফেরদৌসের সাথে ছবি থাকায় এই গ্রেফতার। অহেতুক কারণে দুমাস আগের জালাও পোড়াও ছাত্রদের ওপর হামলার একটি পেন্ডিং মামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে জাফরকে।

জাফর শখের বশে টিকটক ইউটিউবার হিসেবে পরিচিত, দেশের প্রায় সকল সেলিব্রিটিদের সাথে রয়েছে ছবি, শুধু মাত্র ফেরদৌসের সাথে ছবি থাকায় আসামী হলেন নির্দোষ ছেলেটি।
এসআই রায়হানের সাথে প্রতিবেদকের মুঠোফোনে দীর্ঘক্ষন কথা হয় সদুত্তরে এসব বিষয়ে তিনি অস্বীকার করলেও স্বৈরাচার সরকারের দোসরদের সাথে সখ্যতার প্রমান পাওয়া যায়।

দেশ যখন সংস্কার চলছে ঠিক তখনই একশ্রেণির অসাধু কর্তা-ব্যাক্তিরা নিজেদের সাধু বানাবার চেষ্টায় লিপ্ত থাকলেও দীর্ঘদিনের অপকর্ম জানান দিচ্ছে বহুভাবে। অন্ধ চায় চোখ,অভাবী চায় খাবার, অসাধু চায় অবৈধ সম্পদ উপার্জনের সুযোগ। আর একারনে অধিকার বঞ্চিত/ ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ।

আর নয় সন্ত্রাস,দস্যুতা,ভূমি দখল,গুম,খুন হত্যা, আইনের শাসন চালু হোক সর্বত্র প্রত্যাশা সাধারণ মানুষের।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content