৩১ অক্টোবর ২০২৪ , ৮:৩৮:২৬ প্রিন্ট সংস্করণ
বরিশালের বানারীপাড়ায় মহাশ্মশানে উৎসাহ উদ্দীপনায় দীপাবলি উৎসব পালিত:
মোং শাহাদাত ভুঁইয়া
গত ৩০ অক্টোবর মঙ্গলবার বানারীপাড়া মহাশ্মশানে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে হিন্দু ধর্মীয় ভাবগাম্ভীর্যের সহিত দীপাবলি উৎসবের আনুষ্ঠনের সূচনা হয়। সূচনা পরবর্তী এলাকার ক্ষুদে শিল্পী বৃন্দরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও এস.পি ব্যান্ড মিউজিক শ্যামা সঙ্গীত পরিবেশনা করেন।
বানারীপাড়া মহাশ্মশান কমিটির সভাপতি দেবাশীষ দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ডাঃ অন্তরা হালদার। এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব রিয়াজ মৃধা, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির হোসেন সুমন, পৌর বিএনপির যুগ্ম আহবায়াক আব্দুস সালাম, পৌর জামায়াতের আমির কাওসার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কার্তিক বনিকের সঞ্চানলায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যোগেশ কর্মকার, বিটু দাস, দীলিপ কুমার শিবু দাস, কমল কান্তি বিশ্বাস, প্রসেনজিৎ বড়াল, রিপন বনিক, সৌরভ বিশ্বাস, পুর্নিমা ঘোষ, পুতুল শীল, হৃদয় সাহা, রাজীব সাহা, দীপংকর শীল, চন্দন সাহা, নিতিশ দেবনাথ, উজ্জ্বল মিস্ত্রী, অভিজিৎ ইন্দু, রাম পাল, অজয় চক্রবর্তী, শাওন সাহা, জয় শীল, মানিক সাহা, অভি বনিক প্রমূখ।
দীপাবলি উৎসব ও শ্মশান কালীপূজা পরিচালনা কমিটির আহবায়ক সাগর চন্দ্র শীল জানান আনন্দমুখর পরিবেশে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বানারীপাড়াতে সনাতন ধর্মাবলম্বীদের দীপাবলি উৎসব পালিত হয়েছে এজন্য মহাশ্মশান কমিটি সর্বস্তরের জনগণকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তারিখ: ৩১.১০.২০২৪ খ্রি: