দেশজুড়ে

দুর্গাপুরে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে শুরু হলো কৃষকের বাজার

 

রেজুওয়ান সরকার,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি

বাজারে নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া। সবকিছুই সাধারণ মানুষের নাগালের বাইরে৷ এমন দুর্বিষহ অবস্থায় সাধারণ মানুষের কথা চিন্তা করে নেত্রকোণার দুর্গাপুরে শুরু হলো কৃষকের বাজার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে এবং দুর্গাপুর উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার সকালে এই বাজার শুরু হয়।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজওয়ানুল কবির এই কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন,সাধারণ মানুষের জন্যই কৃষকের বাজারের সূচনা হয়েছে। এই বাজার থেকে তারা ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারবেন।

কৃষকের বাজার পরিদর্শন করে এমন উদ্যোগের প্রশংসা করেছেন বাজারে আগত ব্যক্তিবর্গ। এই বাজার থেকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পেরে বাজারে আগত ক্রেতারাও বেশ খুশি। তারা বলছেন এই বাজারের পরিধি আরো বাড়াতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাতুল খান রুদ্র বলেন, সাধারণ মানুষের কষ্ট কমাতে আমর কৃষকের বাজার শুরু করেছি৷ যেখানে  ক্রেতা এবং বিক্রেতা দুজনই লাভবান হবেন৷

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির এই সময়ে কৃষকের বাজার সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা হলেও কমাতে সক্ষম হবে বলে মনে করছেন সকলেই।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content