দেশজুড়ে

গাইবান্ধায় ব্যবসায়ীর আত্মহত্যা, মরদেহ উদ্ধার করলো পুলিশ

গাইবান্ধায় ব্যবসায়ীর আত্মহত্যা, মরদেহ উদ্ধার
করলো পুলিশ

আনোয়ার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সুনিল চন্দ্র মহন্ত (৫৮) নামের এক চুন ব্যবসায়ী। মরদেহ উদ্ধার পূর্বক মর্গে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের জামলারজান ব্রিজ সংলগ্ন (গুচ্ছগ্রাম)
শ্মশান ঘাট থেকে তার এ মরদেহ উদ্ধার করা হয়।

সুনিল চন্দ্র মহন্ত ভাতগ্রাম ইউনিয়নের ভাতগ্রাম গ্রামের মৃত্যু পুলিন চন্দ্র মহন্তের ছেলে। তিনি পেশায় চুন ব্যবসায়ী ছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন, ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, ভোররাতে ঘুম থেকে উঠে বাড়ির পাশের শ্মশান ঘাটে যায় সুনিল চন্দ্র। পরে শশ্মান ঘাটের ঘরের তীরের সঙ্গে গলায় শার্ট পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। সকালে শ্মশান ঘাটে তার মরদেহ ঝুলতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ এসে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সুরতহাল রিপোর্ট তৈরির পর সুনিল চন্দ্রের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এ রিপোর্ট লেখা অবধি সুনিল চন্দ্রের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে অনেকের ধারণা অসুস্থতা কিংবা অভাবের তাড়নায় আত্মহত্যা করতে পারে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content