২১ অক্টোবর ২০২৪ , ৮:২৬:৪৫ প্রিন্ট সংস্করণ
তাঁতীলীগ নেতা বাদল বকসীর বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখলের অভিযোগ
শেখ মিরানুজ্জামান,বাগেরহাট প্রতিনিধি
সরকারি সম্পত্তি এবং মূল্যবান গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে তাঁতী লীগ নেতা বাদল বকশির বিরুদ্ধে। সোমবার ২১ অক্টোবর বিকেলে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার চিংড়াখালী বাজারে স্থানীয়রা উপস্থিত হয়ে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ উপস্থাপন করেন। এ সময় তারা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির জন্য বাদল বকসীর বিচার দাবি করেন। বাদল বকশি উপজেলার চিংড়া খালী এলাকার মুনসুর আলী বকশির ছেলে। সে ও তার স্ত্রী স্থানীয় ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, ১৭-১৮ বছর ধরে বাদল বকশি ও তার স্ত্রী এই ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়ে বিভিন্ন ধরনের দুর্নীতি ও অনিয়ম চালিয়ে যাচ্ছে। জেলে কার্ড ভিজিডি কার্ড পানির ট্যাংকি বিতরণে অনিয়ম করেছেন। বাজারের হেডঘরটি দখল করে সে তার ব্যক্তিগত কাজে ব্যবহার করছে। তাছাড়া গোডাউন ঘর, মসজিদ ঈদগাহসহ কয়েকটি প্রতিষ্ঠানের জায়গা দখল করেছে। বাদল বকশী বাজার ডাক নেওয়ার পর থেকে বাজারের সুনাম ক্ষুন্ন হয়েছে। সে দখল বাজিতে মেতে উঠেছে।
কয়েক বছর আগে সরকারী সম্পত্তির একটি গাছ কেটে ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে। আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকার কারণে তার এসব অপকর্মের প্রতিবাদ করতে সাহস পায়নি কেউ।সাংবাদিকদের কাছে বাদল বকশির বিরুদ্ধে আরো অভিযোগ করেন, শাহজাহান খান, আবুল কালাম সরদার, মোস্তাফিজুর রহমান, আক্কাস আলী সরদারসহ অনেকে।
ঘটনার বিষয় জানতে চাইলে বাদল বকশী বলেন, চিংড়াখালী বাজার আমার ডাক নেওয়া। এই বাজারে তেমন কোন ইনকাম নাই। অভিযোগকারীরা একটি হত্যা মামলার সাথে জড়িত। হেডঘরে কিছু সুপারি ও কাঠ রেখেছি যা আগামী দু একদিনের ভিতর সরিয়ে ফেলা হবে। গাছ বিক্রি করি নাই। ১৫ই আগস্ট এর সময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এই গাছ ব্যবহার করেছে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা।