১৭ অক্টোবর ২০২৪ , ৭:৫৪:১৯ প্রিন্ট সংস্করণ
জাতীয় দিবস হবে ৫ আগস্ট, ঘোষণা শীঘ্রই
মো আবদুল করিম সোহাগ
ঢাকা
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়। যার মধ্য দিয়ে যাত্রা শুরু হয় অন্য এক বাংলাদেশের। ঐতিহাসিক ওই দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। জাতীয় দিবস হলে দিনটি সাধারণ ছুটি হিসেবেও ঘোষণা হবে। তবে জাতীয় দিবসটির নাম কী হবে এখনও তা চূড়ান্ত হয়নি।
বুধবার (১৬ অক্টোবর) সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই ও আগস্টের গণ-অভ্যুত্থান নিয়ে নতুন দিবস যুক্ত হতে পারে।’ বাংলাদেশের ইতিহাস নতুন করে লেখা হবে, সেখানে নতুন দৃষ্টিভঙ্গি থাকবে বলে জানিয়েছেন এই উপদেষ্টা।
জানা গেছে, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপদেষ্টা পরিষদের বৈঠক রয়েছে। বৈঠকে যেসব এজেন্ডা নিয়ে আলোচনা হবে, তার মধ্যে এটিও থাকছে। উপদেষ্টা পরিষদের সভায় আলোচনার পর চূড়ান্ত ঘোষণা আসতে পারে।