ঢাকাবুধবার , ১৬ অক্টোবর ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জের মামলায় চন্দ্রবিন্দুর স্বত্তাধিকারী কালাম শ্যোন অ্যারেস্ট!

Developer Zone
অক্টোবর ১৬, ২০২৪ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

নজরুল ইসলাম আলীমঃ-
জুলাই গণহত্যার সহযোগী-উস্কানীদাতা-অর্থের যোগানদাতা স্বৈরাচারের দোসর রাতারাতি অবৈধপন্থায় অগাধ বিত্ত-বৈভবের মালিক বনে যাওয়া চন্দ্রবিন্দু ফ্যাশন হাউজের স্বত্তাধিকারী আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদকে এবার বরিশালের বাকেরগঞ্জের কবাই ইউনিয়ন বিএনপি নেতার বাসভবনে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় সোমবার (১৪ অক্টোবর) গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। এরআগে বরিশাল জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় শুক্রবার (১১ অক্টোবর) সকালে নগরীর প্যারারা রোডে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। বরিশাল বিএনপি অফিসে হামলা-ভাঙচুরের মামলায় সোমবার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (আমলী আদালত নং ২) জামিনের প্রার্থনা করেন আওয়ামী লীগ শাসনামলে সম্পদের পাহাড় গড়া এই কালাম। আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, ৪ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল অশ্বীনি কুমার হল লাগোয়া বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি বিএনপি অফিসে হামলার ঘটনায় সংশ্লিষ্টতা থাকার বিষয়টি স্বীকার করেন। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে বিএনপি অফিসে হামলার ঘটনায় আবুল কালাম আজাদের জড়িত থাকার তথ্য প্রমাণ মিলেছে। সূত্র বলছে, বরিশাল সদর রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটের অভিযোগে সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী, সাবেক দুই সিটি মেয়র, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নামধারী ৩৮১ জনসহ অজ্ঞাতনামা আরও ৭০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। বরিশাল কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত এফআইআর নং ৩২, যার জিআর ৫৫৮/২৪। প্রথমে বরিশাল বিএনপি অফিসে হামলার ঘটনায় গ্রেপ্তার দেখানো হয় আ’লীগ নেতা কালামকে। এরপর আজ সোমবার আদালতে বাকেরগঞ্জের কবাই ইউনিয়ন বিএনপির নির্যাতিত নেতা আব্দুল কুদ্দুস মিয়ার বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলায় কালামকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। যার জিআর নং ২৯৬/২৪।বলাবাহুল্য : ছাত্র-জনতার রক্তে ভেজা অভ্যুত্থানে বিজয় অর্জিত হওয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত দেশের পটপরিবর্তনের পরও জুলাই গণহত্যার সহযোগী-উস্কানীদাতা-অর্থের যোগানদাতা স্বৈরাচারের দোসর আবুল কালাম আজাদ বীরদর্পে দেশজুড়ে দাপিয়ে বেড়িয়েছিল। নিজে বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছিলেন যে-প্রশাসন আর বিএনপির শীর্ষ নেতাদের ম্যানেজ করেই তিনি আগেরমতোই বীরদর্পে থাকবেন। এক্ষেত্রে তার আর কোন বাধাবিঘ্ন নেই। শেষপর্যন্ত তার সেই দ্বাম্ভিকতা চূর্ণবিচূর্ণ হয়ে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর খাঁচায় আটকে পড়লেন। বর্তমানে দুই মামলায় কারাগারে রয়েছেন আজাদ। তার বিরুদ্ধে আরো একাধিক মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।বিএনপির একাধিক সূত্র বলছে, গত ১৯ জুলাই বরিশাল নগরীর সিঅ্যান্ডবি সড়কের চৌমাথা এলাকায় বিএনপি নেতাদের ওপর বর্বর হামলার ঘটনায় জড়িত ছিলেন আবুল কালাম আজাদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিঅ্যান্ডবি সড়কের চৌমাথা এলাকায় বরিশালে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৫৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত প্রায় ১ হাজার জনকে আসামি করা হয়েছে। ৯ অক্টোবর রাতে বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন। সিঅ্যান্ডবি সড়কের চৌমাথা এলাকায় বিএনপি নেতাদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় স্বৈরাচারের দোসর আবুল কালাম আজাদকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করার জোরালো দাবি জানিয়েছেন দলের ত্যাগী নিবেদিত কর্মীরা।যেভাবে আ’লীগ শাসনামলে অগাধ বিত্তবৈভবের মালিক বনে গেলেন দিনমজুরের পুত্র কালামবাকেরগঞ্জের কবাই ইউনিয়নের শিয়ালঘুনীর বাসিন্দা দিনমজুর আব্দুল খালেকের পুত্র হঠাৎ করে আওয়ামী লীগ সরকারের শাসনামলের ১৫ বছরে অগাধ বিত্তবৈভবের মালিক বনে যাওয়া আবুল কালাম আজাদ। কালামের পিতা বাকেরগঞ্জে একসময়ে নৌকায় খেয়া পারাপার করতেন, আবার কখনো দিনমজুরের কাজ করতেন। দিনমজুরের পুত্র আজাদের অবৈধপন্থায় শত শত কোটি কোটি মালিক বনে যাওয়া নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন ধুমায়িত হচ্ছে। বরিশাল, ঢাকাসহ সারাদেশে চন্দ্রবিন্দু ফ্যাশন হাউজের ২৬টি আউটলেট গড়ে তুলেছেন তিনি। পাশাপাশি তিনি দেশের বিভিন্নস্থানে নামে বেনামে সম্পদের পাহাড় গড়েছেন।দিনমজুরের পুত্র কালাম ক্ষমতার প্রভাব বিস্তার করে সরকারী সম্পত্তি ও অসংখ্য লোকের একরে একরে সম্পত্তি জোরপূর্বক দখল করে বরিশালের বাকেরগঞ্জের কবাই ইউনিয়নে গড়ে তুলেছেন চন্দ্রবিন্দু কমপ্লেক্স, বাগান বাড়ি, এগ্রো ফার্ম সহ বিভিন্ন প্রতিষ্ঠান। আ’লীগ শাসনামলে কালাম বাহিনীর দখল সন্ত্রাসে অতিষ্ঠ ছিল কবাই ও আশপাশ এলাকার শান্তিপ্রিয় নারী-পুরুষ। স্থানীয় বিএনপি নেতাদের অব্যাহত হয়রানি ও নির্যাতন করে এলাকা ছাড়াও করেছিলেন এই আওয়ামী লীগ নেতা কালাম। দখল সন্ত্রাস ও দুর্নীতিতে বেপরোয়া বাকেরগঞ্জের সাবেক পৌরমেয়র আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন ডাকুয়ার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এই কালাম। আর এ কারণেই কালাম আ’লীগ সরকারের শাসনামলে যতই দখল সন্ত্রাসের জন্ম দিতো, কখনোই তাকে পিছু হটতে হয়নি। কেউ প্রতিবাদ করলে তার আর রক্ষা ছিলনা। প্রতিবাদীকারী ব্যক্তি ও পরিবারবর্গের উপর বিভিন্ন কায়দায় চালানো হতো নির্যাতন ও হয়রানি। সম্পত্তি জোরপূর্বক দখলে নিয়ে উল্টো ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলায় ঢুকিয়ে দিয়ে হয়রানি করতো।২০২২ সালের ১৬ সেপ্টেম্বর অন্যের জমি জবর দখল করতে চন্দ্রবিন্দুর স্বত্তাধিকারী আবুল কালাম নিজের মার্কেটে ভেঙে বিএনপি নেতা ও তার পরিবারের নামে একের পর এক মিথ্যা মামলা করে হয়রানি করেছিলেন। কবাই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল কুদ্দুসের সম্পত্তি জোরপূর্বক দখল করেন। এ নিয়ে বিএনপি নেতা কুদ্দুস প্রতিবাদ করলে দফায় দফায় তার পরিবারের ওপর বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানি করা হয়।ভুক্তভোগী বিএনপি নেতা আব্দুল কুদ্দুস মিয়া বলেন, আওয়ামী লীগ শাসনামলে কবাই ইউনিয়নে অসংখ্য মানুষের সম্পত্তি জোরপূর্বক দখল করে চন্দ্রবিন্দু কমপ্লেক্স সহ বিভিন্ন প্রতিষ্ঠান করেন আবুল কালাম আজাদ। আমার দান করা মসজিদের সম্পত্তি দখল করেছেন তিনি। এছাড়া নদীর জায়গা, চন্দ্রবিন্দুর কমপ্লেক্সের সামনে সিএন্ডবি সম্পত্তি, শিয়ালগনি মৌজায় শহিদ চৌধুরী দেড় একর সম্পত্তি সহ অনেক লোকের সম্পত্তি জবরদখল করেছেন।তিনি বলেন, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা কালামের দখল সন্ত্রাসের প্রতিবাদ করায় ২০২২ সালের ৭ সেপ্টেম্বর পরিকল্পিতভাবে তার বসতঘরে জাল টাকা, অস্ত্র ও মাদক রেখে তার পুত্র মেহেদী হাসান শৈশবকে গ্রেফতার করানো হয়। ওই মামলায় আমাকেও আসামি করা হয়। এরকম বেশ কয়েকটি সাজানো মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করেছিল কালাম বাহিনীর প্রধান কালাম।ভুক্তভোগী বিএনপি নেতা আব্দুল কুদ্দুস মিয়া আরো বলেন, দেশে স্বৈরাচার সরকার পতনের পর কালামের দখল সন্ত্রাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। তিনি বলেন, এই কালামকে বরিশাল কোতোয়ালী পুলিশ গ্রেপ্তার করেছে। কবাই ইউনিয়নে আমার বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় আজ (সোমবার) আদালতে তাকে গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানো হয়েছে। তিনি বলেন, কালাম গ্রেপ্তার হওয়ায় এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি নেমে এসেছে। আমরা স্বৈরাচারের দোসর আবুল কালাম আজাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানাই।ভুক্তভোগী শহিদ চৌধুরী বলেন, গত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দাপটে আমার দেড় একর সম্পত্তি সহ অনেক লোকের সম্পত্তি জবরদখল করেছেন চন্দ্রবিন্দুর মালিক আবুল কালাম আজাদ। তৎকালীন সময়ে এ বিষয়ে থানায় অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাইনি। দেশের প্রেক্ষাপট পরিবর্তনে আমরা কালামের কঠোর থেকে কঠোরতর শাস্তি দাবি করছি।বাকেরগঞ্জের একাধিক বিএনপি নেতা বলেন, আবুল কালামের অর্থের উৎস নিয়ে বিভিন্নমহলে নানাজনে নানা কথা বলছে। রীতিমতো অবাক হওয়ার মতো কালামের বিপুল পরিমাণ সম্পদের বিষয়টি। আ’লীগ সরকারের আমলে কবাই ইউনিয়নে আমাদের দলীয় নেতাদের ওপর নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে কালামের বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন জনের সম্পত্তি জোরপূর্বক দখল করে চন্দ্রবিন্দু কমপ্লেক্স করারও অভিযোগ রয়েছে।এদিকে, বিএনপিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ আবুল কালাম আজাদের শত শত কোটি টাকার মালিক বনে যাওয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আশু দৃষ্টি কামনা করেছেন।
সূত্রঃ দৈনিক চন্দ্রবিন্দু।।

শেয়ার করুন: