ঢাকাশুক্রবার , ১১ অক্টোবর ২০২৪
  1. kook
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন
  6. আন্তর্জাতিক
  7. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  8. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  9. ঈদগাঁও
  10. কক্সবাজার
  11. কুড়িগ্রাম
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. চাকরি
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, থানায় অভিযোগ দায়ের

Developer Zone
অক্টোবর ১১, ২০২৪ ৯:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, থানায় অভিযোগ দায়ের

শেখ মিরানুজ্জামান,বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মো. ইউনুসের নাম উল্লেখ করে কুরুচিপূর্ণ মন্তব্য করায় অভিযোগ দায়ের করেছেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ও ষাট গম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম। বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে বাগেরহাট সদর মডেল থানায় তিনি এ মামলা দায়ের করেন।অভিযোগে জানান, ১০ অক্টোবর সকাল সাড়ে ১১টার দিকে আমার বসত বাড়ীতে অবস্থান করাকালীন বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের মৃত পুলিন মন্ডলের ছেলে সুভাষ মন্ডলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পায়। যেখানে সে নোবেল বিজয়ী ডঃ মুহাম্মদ ইউনুসকে জড়িয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছে।

সুভাষ মন্ডল প্রধান উপদেষ্টার নাম উল্লেখ করে জাত বংশ এবং কোন ধর্মের লোক তার মাথায় চুপি নাই দাড়ী নাই, নামাজ পড়ে না এমনকি কাপড় উলঙ্গ করে দেখার বিষয় উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে ভিডিও আপলোড দেয়। যা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তার এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যের কারনে বাংলাদেশে হিন্দু মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে। তার এই কর্মকান্ডে সাধারণ মানুষ ক্ষুদ্ধ। তার এই কুরুচিপূর্ণ বক্তব্যর কারনে বাংলাদেশ সরকার প্রধান নোবেল বিজয়ী ড. মো: ইউনুসের ব্যক্তিগত এবং বাংলাদেশ সরকারের ভাব মুক্তি নষ্ট হয়েছে।

ফকির তারিকুল ইসলাম বলেন, গত জুলাই – অগস্টের ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতনে শহীদদের রক্তের বিনিময় অর্জিত ২য় স্বধীনতার পর গঠিত অন্তবর্তী কালিন সরকারের ভাব মূর্তি ক্ষুন্ন হচ্ছে এবং তার বক্তব্য সরকার উৎখাত এর অপচেষ্টার সামিল। তাকে দ্রুত গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ঘটনার বিষয়ে জানতে সুভাষ মন্ডলের মোবাইল নাম্বারে কল করা হলে নাম্বারটা বন্ধ পাওয়া গেছে। তার ভাই বিধান মন্ডল বলেন, তার (সুভাষ) সাথে আমার সম্পর্ক ভালো না। সে এখন বাড়ীতে নেই। ভিডিওর বক্তব্য সম্পর্কে কেউ কিছু জানেন না বলেও জানান তিনি।

এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাইদুর রহমান বলেন , সুভাষ মন্ডলের বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন:

এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

 

বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।