দেশজুড়ে

শাহজাদপুরে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল‍্যান সমিতির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

শাহজাদপুরে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল‍্যান সমিতির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

মো: জাকারিয়া হোসেন,
বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জ:

৩/১০/২০২৪ ইং, বৃহস্পতিবার, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় বাংলাদেশ গ্রাম ডাক্তার কল‍্যান সমিতির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত ও কেক কর্তনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা শুরু হয়।
উক্ত আলোচনা সভায় গ্রাম ডাক্তার খন্দকার নাজমুল হকের সভাপতিত্বে ও গ্রাম ডাক্তার মুন্সী আব্দুল মমিন (সাধারণ সম্পাদক, উপজেলা কমিটি ) ও গ্রাম ডাক্তার মো: মাহবুবুল আক্তার (যুগ্ন সাধারণ সম্পাদক, উপজেলা কমিটি) দ্বয়ের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গ্রাম ডাক্তার মুন্সী আব্দুস সালাম, (সিনিয়র যূগ্নমহাসচিব, কেন্দ্রীয় কমিটি ও সভাপতি) বাংলাদেশ গ্রাম ডাক্তার কল‍্যান সমিতি, শাহজাদপুর উপজেলা শাখা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম ডাক্তার মো: খোদাবক্স মন্টু, (সহ সভাপতি) উপজেলা শাখা, জনাব হাজী সেলিম হোসেন (মজনু) চেয়ারম্যান, এপোলো জেনারেল হসপিটাল। জনাব মো: মানিক মিয়া,(ম‍্যানেজার) এপোলো জেনারেল হসপিটাল।

উপস্থিত ছিলেন শাহজাদপুর পৌর গ্রাম ডাক্তার কল‍্যান সমিতির (সভাপতি) জনাব মো: জাকারিয়া হোসেন, পৌর সহসভাপতি জনাব গ্রাম ডাক্তার জনাব শাহ আলম, পৌর (সাধারণ সম্পাদক) জনাব গ্রাম ডাক্তার জনাব ইলিয়াস হোসেন ফরহাদ, (যুগ্ন সাধারণ সম্পাদক) গ্রাম ডাক্তার আবু হামিম, উপজেলা (সমাজ কল‍্যান সম্পাদক) গ্রাম ডাক্তার জনাব কামাল হোসেন, হাবিবুল্লাহ নগর ইউনিয়নের (সভাপতি) জনাব মো: আব্দুস সত্তার সহ উপস্থিত সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন গ্রাম ডাক্তার কল‍্যান সমিতির নেতৃবৃন্দ।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content