১৪ সেপ্টেম্বর ২০২৪ , ২:২৪:০১ প্রিন্ট সংস্করণ
।।সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের উদ্যোগে পাঠচক্র অনুষ্ঠিত।।
আঃ হান্নান আল আজাদ আঞ্চলিক প্রতিনিধি ময়মনসিংহ।
গণসাংস্কৃতিক সংগঠন সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ, ময়মনসিংহ এর উদ্যোগে ‘আন্ত: দেশীয় নদীতে বাঁধ নির্মাণ’ বিষয়ক পাঠচক্র ১৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখে জয়নুল আবেদিন পার্কের ব্যাটবল চত্বর সংলগ্ন বধ্যভূমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উক্ত পাঠচক্রের বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন ইমতিয়াজ আহমেদ, মো: রেজাউল ইসলাম, শাহরিয়ার আহমেদ আশিক, সৈয়দ আরমান হোসেন ইমন, সাদ্দাম হোসেন রিমন, সৃজন সুজন প্রমূখ। পাঠচক্রের আলোচনায় অংশগ্রহনকারী আলোচকবৃন্দ বলেন, আন্ত:দেশীয় নদীসমূহের পানিপ্রবাহ প্রাপ্যতার ব্যাপারে আন্তর্জাতিক পানিপ্রবাহ আইন ২০১৪ প্রণীত হয়েছে যাতে স্পষ্টভাবে নীতিমালা বিবৃত রয়েছে। তথাপি বাংলাদেশ আন্ত:দেশীয় নদীসমূহের পানি প্রাপ্যতা অনুযায়ী পাচ্ছে না। ভারতে সাথে ৫৪টি আন্ত:দেশীয় নদী রয়েছে। উজানের দেশ ভারত বিভিন্ন আন্ত:দেশীয় নদীতে বাঁধ নির্মাণ করেছে। যার নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের উপর। আন্তর্জাতিক পানিপ্রবাহ আইন ২০১৪’তে বাংলাদেশ আজও অনুস্বাক্ষর করেনি। অথচ ভাটির দেশ হিসেবে বাংলাদেশকে অবশ্যই অনুস্বাক্ষর করা উচিত।
পাঠচক্রের আয়োজন সম্পর্কে সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহমেদ বলেন, উন্নত সমাজ গঠনে বুদ্ধিবৃত্তির বিকাশ একান্ত প্রয়োজন। মানুষের মাঝে বুদ্ধিবৃত্তির বিকাশ যত বৃদ্ধি পাবে সমাজ তত উন্নত হবে। যার সুফল পাবে, সমাজ ও জাতি। এই গুরুত্ব অনুধাবন করে পাঠচক্রের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিষয়ভিত্তিক এই পাঠচক্র ধারাবাহিকভাবে প্রতি শুক্রবার একই সময়ে একই স্থানে অনুষ্ঠিত হচ্ছে।