নওগাঁয় সাংবাদিকদের সঙ্গে এস,পির মতবিনিময়
স্টাফ রিপোর্টার, নুরে আলম, নওগাঁ।
নওগাঁ জেলায় নবাগত পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
বুধবার (১১.০৯.২০২৪) বিকেলে ৪ টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিরা অংশ নেন।
এ সময় নবাগত পুলিশ সুপার কুতুব উদ্দিন জেলাকে মাদক ও চাঁদাবাজ মুক্ত রাখার প্রত্যয় ঘোষণা করেন। এ জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান ও আহসানুজ্জামান, নওগাঁ সদর থানার ওসি জাহিদুল হক প্রমুখ।
এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।
বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।