৭ সেপ্টেম্বর ২০২৪ , ৪:০১:৫৬ প্রিন্ট সংস্করণ
মাদারীপুরে জাতীয়তাবাদী বিএনপি’র সড়ক পরিবহন শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত।
নাসির উদ্দিন নাহিদ তালুকদার
জেলা প্রতিনিধি মাদারীপুর।
মাদারীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির সড়ক পরিবহন শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টায় মাদারীপুর পৌর বাস টার্মিনালে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বি এন পির সদস্য সচিব জনাব জাহান্দার আলী জাহান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক দল এর প্রতিষ্ঠাতা সভাপতি মো:আনোয়ার হোসেন হাওলাদার, সঞ্চালনা করেন মাদারীপুর জেলা শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো:কামাল হোসেন আলতাফ।
এসময় প্রধান অতিথির বক্তব্য বলেন,ছাত্রদের মাধ্যমে এদেশ ২য় বারের জন্য স্বাধীন হয়েছে, এ স্বাধীনতা শুধু ছাত্রদেরই নয় এ স্বাধীনতা ১৮ কোটি বাঙালি জাতির এ স্বাধীনতা আপনাদের রক্ষা করতে হবে,এ-সময় তিনি ছাত্র হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: দিপু মিয়া সহ বি এন পি এর বিভিন্ন অংগ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী বৃন্দ।