আইন

রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ২০ লিটার বাংলা মদসহ গ্রেপ্তার-১

ডেস্ক রিপোর্ট

১৯ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:০১:২৯ প্রিন্ট সংস্করণ

 

জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী প্রতিনিধি>>

রাজবাড়ীতে ২০ লিটার বাংলা মদ সহ যতীশ চন্দ্র মনিঋষি (৫৩) নামে ১ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি সদর উপজেলার কালিবাড়ী (লক্ষীকোল) এলাকার মৃত রেবতি চন্দ্র মনিঋষির ছেলে।

জেলা ডিবি পুলিশের ওসি মো. মনিরুজ্জামান খান রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে জানান, শনিবার বেলা পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. মোতালেব হোসেন, এএসআই মো. মফিজুল ইসলাম, এএসআই শেখ রাজীব হোসেন, সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার বিনোদপুর সাকিনস্থ পাওয়ার হাউজ মোড়ের সামনে পাকা রাস্তার উপর হতে ২০ লিটার আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content