দেশজুড়ে

২২ মাসের দুধের বাচ্চা ঘুম থেকে গভীর রাতে উধাও

কুমিল্লা ২২ মাসের দুধের বাচ্চা ঘুম থেকে উধাও।

দেবিদ্বার উপজেলা প্রতিনিধিঃ
মোহাম্মদ আমজাদ হোসেন

২২ মাসের দুধের বাচ্চা ঘুম থেকে গভীর রাতে উধাও এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলা ভৈষেরকুট গ্রামে এ ঘটনা ঘটে,, ঘটনা স্থলে গিয়ে শুনা যায় শিশুটির নাম মেহরাব, মা বাবার ৪ র্থ সন্তান গত রাতে মা বাবার সাথেই সে ঘুমিয়ে ছিলো রাতে বিদ্যুৎ না থাকায় ঘুম হয়নি, রাত ১:০৫ মিনিট নাগাদ বিদ্যুৎ আসলে শিশুটি কে বুকে নিয়ে ঘুমিয়ে যায় হঠাৎ কিছুক্ষন পরে ঘুম ভাঙলে আনুমানিক ১:৩৫ মিনিট হবে শিশু মেহরাব কে খুজা খুঁজি করে পাওয়া যায়নি পরে ঘরের দরজা খুলা দেখে চারদিকে মাইকিং সহ খুজা খুজি হলেও এখন পর্যন্ত তার খুঁজ মেলেনি,, এর মধ্যে এ নিয়ে দেবিদ্বার থানায় অভিযোগ করা হয়েছে।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content