ঢাকাসোমবার , ২৬ আগস্ট ২০২৪
  1. kook
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন
  6. আন্তর্জাতিক
  7. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  8. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  9. ঈদগাঁও
  10. কক্সবাজার
  11. কুড়িগ্রাম
  12. ক্যাম্পাস
  13. খেলাধুলা
  14. চাকরি
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

পাটেশ্বরীতে ২ মাদক ব্যবসায়ীর বাড়ি ভাংচুর করল ছাত্র ও এলাকাবাসী

Developer Zone
আগস্ট ২৬, ২০২৪ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

এস এম মনিরুজ্জামান, স্ট্যাফ রিপোর্টারঃ ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের হ্যালিপ্যাড নামক স্থানে ২ মাদক ব্যবসায়ীর বাড়ি ভাংচুর করল কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা। জানাগেছে উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের পাইকের ছড়া হেলিপ্যাড নামক এলাকায় দীর্ঘ দিন থেকে মন্ডল মিয়া, জাহিদুল ও এলাম মিয়া বাড়ীতে বিভিন্ন মাদক দ্রব্য ইয়াবা, ফেন্সিডিল, মদ বিক্রি করে আসছিল। এদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান আছে।  বিভিন্ন সময় মাদকসহ এলাকারবাসীর হাতে আটকের পর প্রশাসনের নিকট সোপর্দের ঘটনাও ঘটেছে। কিন্তু কতিপয় রাজনৈতিক নেতাদের ম্যানেজ করে তাদের এই ব্যবসা অব্যাহত রাখে। বিষয়টি এলাকাবাসীর লোকজন কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের জানানো হলে গত ২৩ আগস্ট পাটেশ্বরী বাজারে মাদক বিরোধী আলোচনা শেষে মাদক ব্যবসায়ী মন্ডল মিয়া, জাহিদুল ইসলাম ও এলাম হোসেনকে ৩ দিনের মধ্যে বাড়ি ভেঙে অন্যত্র যাওয়ার নির্দেশ দেয়া হয়। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি ভেঙে অন্যত্র না যাওয়ায় দুপুর ১২ ঘটিকার সময় কোটা বৈষম্য বিরোধী আন্দোলনের সাধারণ শিক্ষার্থী (পাটেশ্বরী বরকতিয়া হাইস্কুল, পাটেশ্বরী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ও কিন্ডার গার্টেন) এর শিক্ষার্থীরা মন্ডল মিয়া ও এলাম মিয়ার বাড়ি ভেঙে দেয়।

শেয়ার করুন:

এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

 

বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।