দেশজুড়ে

রাণীনগরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ,আলোচনা সভা,ভাষণ,রচনা ও বির্তক প্রতিযোগিতা এবং বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করা হয়। এসময় শ্রদ্ধা নিবেদন করেন- স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল, রাণীনগর উপজেলা প্রশাসন, রাণীনগর থানাপুলিশ,মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা আওয়ামীলীগ,বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান,সামাজিক,সাংস্কৃতিক এবং বিভিন্ন সংগঠন। এর পর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,এমপি আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।অন্যদের মধ্যে রাণীনগর থানার ওসি আব্দুল কালাম আজাদ,উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাড. ইসমাইল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।অপরদিকে রাণীনগর উপজেলা আওয়ামীলীগ নানা কর্মসূচির মধ্যে দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করেছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের দলীয়
কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content