৭ মার্চ ২০২৩ , ২:২১:৪২ প্রিন্ট সংস্করণ
মির্জাগঞ্জ( পটুয়াখালী) উপজেলা সংবাদদাতাঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইসাহাক হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) সকাল সাড়ে ৬ টায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ গাবুয়া গ্রামের বরগুনা- বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত ইসাহাক গাবুয়া গ্রামের মৃত জেন্নাত আলী হাওলাদারের ছেলে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ফজরের নামাজ পড়ে ইসাহাক হাওলাদার তার পালিত ছাগল নিয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় পিছন দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিয়ে চলে যায়। তখন তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন,
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হবে।