১৯ ফেব্রুয়ারি ২০২৩ , ৩:৫৮:০৫ প্রিন্ট সংস্করণ
মোঃ তারেক রহমান সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
আগামী ৩ মার্চ (শুক্রবার) সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ শাহজাদপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন। গতকাল ১৭ ফ্রেব্রুয়ারি শুক্রবার দুপুরে অনুষ্ঠিতব্য এ সম্মেলনের দিনক্ষণ ও স্থান ঘোষণা করেন ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি বাবু সন্তোষ কুমার কানু। এ ঘোষণার পর থেকেই স্থানীয় সনাতনীদের মধ্যে সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ শাহজাদপুর উপজেলা শাখার আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে দীর্ঘদিন ধরেই শাহজাদপুর পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন গ্রামে-গঞ্জে, পাড়া-মহল্লায়, মন্দিরে-মন্দিরে-সহ সনাতনীদের দ্বারে দ্বারে গিয়ে তাদের সাথে কুশল বিনিময় করছেন, তাদের খোঁজ-খবর নিচ্ছেন, সমর্থন ও ভোট প্রার্থনাসহ গণসংযোগ করছেন স্বচ্ছ ইমেজের অধিকারী সভাপতি পদপ্রার্থী অসীম কুমার সাহা বাণী এবং সাধারন সম্পাদক পদপ্রার্থী উপজেলা পূজা উদযাপন পরিষদের বর্তমান সাংগঠনিক সম্পাদক বলিষ্ঠ সনাতনী নেতা বাসুদেব দত্ত এ দুই জনপ্রিয় নেতা ।
সম্মেলনকে ঘিরে দীর্ঘদিন ধরে ব্যাপক প্রচার প্রচারণার কারণে ইতিমধ্যেই সভাপতি প্রার্থী অসীম কুমার সাহা বাণী ও সাধারন সস্পাদক পদপ্রার্থী বাসুদেব দত্তকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে !
১৮ ফেব্রুয়ারি শনিবার স্থানীয় বেশ কয়েকজন সনাতনী ও ভোটারদের সাথে আলাপকালে তারা বাংলা খবর বিডি’কে জানিয়েছেন, গত বছরের ১২ এপ্রিল স্থানীয় রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন যেভাবে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছিলো; ভোটের মাধ্যমে আমরা যেভাবে আমাদের পছন্দের সভাপতি হিসেবে রতন বসাক ও সাধারন সম্পাদক পদে আমাদের সবার প্রিয় মানুষ মানিক সরকারকে নির্বাচিত করেছিলাম-ঠিক সেভাবেই আগামী ৩ মার্চ রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ শাহজাদপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে- এটাই আমরা প্রত্যাশা করি। শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের ওই সম্মেলনের মতো এবারও ভোটের মাধ্যমে আমাদের পছন্দের যোগ্য নেতাকে নির্বাচন করতে আমরা আগ্রহী। বিপদে-আপদে ডাকলে যাদের কাছে পাই, একটু ভালোবাসা, সহযোগীতা, সহানুভূতি পাই- ভোট দিয়ে এবার তাদেরই জয়যুক্ত করবো। সে হিসেবে, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা বিনির্মাণে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র স্মার্ট এবং অসাম্প্রদায়ীক বাংলাদেশ গড়তে ও স্থানীয় সনাতনীদের পাশে দাঁড়াতে অসীম কুমার সাহা বাণী এবং বাসুদেব দত্তের মতো যোগ্য জনবান্ধব নেতৃত্বের কোন বিকল্প নাই!
এ বিষয়ে ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ শাহজাদপুর উপজেলা শাখার আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলনের সভাপতি পদপ্রার্থী অসীম কুমার সাহা বাণী ও সাধারন সম্পাদক পদপ্রার্থী বাসুদেব দত্ত বাংলা খবর বিডি’কে জানান, ‘শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে ভোটের মাধ্যমে সভাপতি পদে রতন বসাক ও সাধারন সম্পাদক পদে মানিক সরকার নির্বাচিত হবার পর স্থানীয় সনাতনী ও ভোটারদের দীর্ঘদিনের মনের আশা-আকাঙ্খার বাস্তব প্রতিফলন ঘটেছে। একইভাবে ভোটাররা আমাদের নির্বাচিত করলে পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সবাইকে ঐক্যবদ্ধ করে সাংগঠনিকভাবে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে কাজ করে যাবো। এছাড়া, শাহজাদপুর উপজেলা ও পৌর এলাকার মন্দিরগুলোর অবকাঠামোগত উন্নয়ন, মন্দিরভিত্তিক ধর্মীয় শিক্ষা বিস্তার, হিংসা-বিদ্বেষ দূর করে স্বচ্ছতা ও জবাবদিহি নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে শাহজাদপুরের অবহেলিত হিন্দু সম্প্রদায়ের কল্যাণে, সনাতনীদের সেবায় আত্মনিয়োগ করবো। এজন্য সকলের আশীর্বাদ, সমর্থন ও সহযোগীতা কামনা করছি।