ঢাকারবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ
আজকের সর্বশেষ সবখবর

‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ শাহজাদপুর উপজেলা শাখার আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলনের।

Developer Zone
ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ তারেক রহমান সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

আগামী ৩ মার্চ (শুক্রবার) সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ শাহজাদপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন। গতকাল ১৭ ফ্রেব্রুয়ারি শুক্রবার দুপুরে অনুষ্ঠিতব্য এ সম্মেলনের দিনক্ষণ ও স্থান ঘোষণা করেন ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি বাবু সন্তোষ কুমার কানু। এ ঘোষণার পর থেকেই স্থানীয় সনাতনীদের মধ্যে সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ শাহজাদপুর উপজেলা শাখার আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে দীর্ঘদিন ধরেই শাহজাদপুর পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন গ্রামে-গঞ্জে, পাড়া-মহল্লায়, মন্দিরে-মন্দিরে-সহ সনাতনীদের দ্বারে দ্বারে গিয়ে তাদের সাথে কুশল বিনিময় করছেন, তাদের খোঁজ-খবর নিচ্ছেন, সমর্থন ও ভোট প্রার্থনাসহ গণসংযোগ করছেন স্বচ্ছ ইমেজের অধিকারী সভাপতি পদপ্রার্থী অসীম কুমার সাহা বাণী এবং সাধারন সম্পাদক পদপ্রার্থী উপজেলা পূজা উদযাপন পরিষদের বর্তমান সাংগঠনিক সম্পাদক বলিষ্ঠ সনাতনী নেতা বাসুদেব দত্ত এ দুই জনপ্রিয় নেতা ।
সম্মেলনকে ঘিরে দীর্ঘদিন ধরে ব্যাপক প্রচার প্রচারণার কারণে ইতিমধ্যেই সভাপতি প্রার্থী অসীম কুমার সাহা বাণী ও সাধারন সস্পাদক পদপ্রার্থী বাসুদেব দত্তকে ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে !
১৮ ফেব্রুয়ারি শনিবার স্থানীয় বেশ কয়েকজন সনাতনী ও ভোটারদের সাথে আলাপকালে তারা বাংলা খবর বিডি’কে জানিয়েছেন, গত বছরের ১২ এপ্রিল স্থানীয় রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহজাদপুর পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন যেভাবে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছিলো; ভোটের মাধ্যমে আমরা যেভাবে আমাদের পছন্দের সভাপতি হিসেবে রতন বসাক ও সাধারন সম্পাদক পদে আমাদের সবার প্রিয় মানুষ মানিক সরকারকে নির্বাচিত করেছিলাম-ঠিক সেভাবেই আগামী ৩ মার্চ রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ শাহজাদপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে- এটাই আমরা প্রত্যাশা করি। শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের ওই সম্মেলনের মতো এবারও ভোটের মাধ্যমে আমাদের পছন্দের যোগ্য নেতাকে নির্বাচন করতে আমরা আগ্রহী। বিপদে-আপদে ডাকলে যাদের কাছে পাই, একটু ভালোবাসা, সহযোগীতা, সহানুভূতি পাই- ভোট দিয়ে এবার তাদেরই জয়যুক্ত করবো। সে হিসেবে, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সোনার বাংলা বিনির্মাণে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র স্মার্ট এবং অসাম্প্রদায়ীক বাংলাদেশ গড়তে ও স্থানীয় সনাতনীদের পাশে দাঁড়াতে অসীম কুমার সাহা বাণী এবং বাসুদেব দত্তের মতো যোগ্য জনবান্ধব নেতৃত্বের কোন বিকল্প নাই!
এ বিষয়ে ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ’ শাহজাদপুর উপজেলা শাখার আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলনের সভাপতি পদপ্রার্থী অসীম কুমার সাহা বাণী ও সাধারন সম্পাদক পদপ্রার্থী বাসুদেব দত্ত বাংলা খবর বিডি’কে জানান, ‘শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে ভোটের মাধ্যমে সভাপতি পদে রতন বসাক ও সাধারন সম্পাদক পদে মানিক সরকার নির্বাচিত হবার পর স্থানীয় সনাতনী ও ভোটারদের দীর্ঘদিনের মনের আশা-আকাঙ্খার বাস্তব প্রতিফলন ঘটেছে। একইভাবে ভোটাররা আমাদের নির্বাচিত করলে পৌর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ সবাইকে ঐক্যবদ্ধ করে সাংগঠনিকভাবে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে কাজ করে যাবো। এছাড়া, শাহজাদপুর উপজেলা ও পৌর এলাকার মন্দিরগুলোর অবকাঠামোগত উন্নয়ন, মন্দিরভিত্তিক ধর্মীয় শিক্ষা বিস্তার, হিংসা-বিদ্বেষ দূর করে স্বচ্ছতা ও জবাবদিহি নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে শাহজাদপুরের অবহেলিত হিন্দু সম্প্রদায়ের কল্যাণে, সনাতনীদের সেবায় আত্মনিয়োগ করবো। এজন্য সকলের আশীর্বাদ, সমর্থন ও সহযোগীতা কামনা করছি।

শেয়ার করুন: