দেশজুড়ে

বাকেরগঞ্জে মেয়র লোকমানকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডেস্ক রিপোর্ট

১৭ আগস্ট ২০২৪ , ৪:৪২:৪৩ প্রিন্ট সংস্করণ

বাকেরগঞ্জে মেয়র লোকমানকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 

 

নজরুল ইসলাম আলীমঃ-বিএনপিকে নিয়ে কটুক্তি ও ঔদ্ধত্তপূর্ণ বক্তব্য দেয়ার প্রতিবাদে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়াকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্টান চত্বরে সমাবেশ করে।বিক্ষোভ সমাবেশে বাকেরগঞ্জ পৌর বিএনপির আহবায়ক নাসির জোমাদ্দার বলেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া সাধারণ মুরগীর খামারী থেকে ভোট চুরির মাধ্যমে মেয়র নির্বাচিত হয়ে ১৫ বছরে দূর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখলের মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হয়েছে।বাকেরগঞ্জ বিএনপির অভিভাবক আবুল হোসেন খান শান্তিপ্রিয় মানুষ হওয়ায় ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আওয়ামীলীগের উপর কোন ধরনের হামলা, মামলা, নির্যাতনের ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, মেয়র লোকমান বিএনপির নমনীয়তাকে দূর্বলতা ভেবে দলকে নিয়ে কটুক্তি করেছে। এজন্য তাকেসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কোন সন্ত্রাসী, চাঁদাবাজকে আর ছাড় দেওয়া হবে না।বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার, যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম দুলাল (ভিপি), রুহুল আমিন জোমাদ্দার, পৌর বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, সদস্য সচিব রুবেল জোমাদ্দার, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান খান সালাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার প্রমুখ।বিক্ষোভ সমাবেশ শেষে বিএনপি নেতা কর্মীরা বাকেরগঞ্জ থানার সামনে জরো হয়ে মেয়র লোকমানের বিচারের দাবীতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। বিএনপির সিনিয়র নেতারা এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জের (ওসি) কাছে লোকমানের বিচার ও আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতারের মৌখিক দাবী জানায়।

শেয়ার করুন:

আরও খবর

Sponsered content

আরও খবর: বরিশাল

পাদ্রীশিবপুরের সাবেক আলোচিত ইউপি সদস্য মিঠু ডি.কস্তার বিরুদ্ধে জোরপূর্বক বসতবাড়ি দখল করার  অভিযোগ।

পাদ্রীশিবপুরের সাবেক আলোচিত ইউপি সদস্য মিঠু ডি.কস্তার বিরুদ্ধে জোরপূর্বক বসতবাড়ি দখল করার  অভিযোগ।

বাকেরগঞ্জে পৌর বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিলে নাসির জোমাদ্দার সভাপতি ও শাহিন তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত।।

বাকেরগঞ্জে পৌর বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিলে নাসির জোমাদ্দার সভাপতি ও শাহিন তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত।।

বাকেরগঞ্জে কিশোর গ্যাংয় অভি ডি.কস্তার ছত্রছায়ায় চলছে  মাদকের রমরমা বাণিজ্য;নির্বিকার প্রশাসন।।

বাকেরগঞ্জে কিশোর গ্যাংয় অভি ডি.কস্তার ছত্রছায়ায় চলছে মাদকের রমরমা বাণিজ্য;নির্বিকার প্রশাসন।।

বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়নে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ;জনমনে ফিরছে স্বস্তি”

বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়নে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ;জনমনে ফিরছে স্বস্তি”

বিএনপি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোঃ নূরুল ইসলাম খান মাসুদ!

বিএনপি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানালেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন মোঃ নূরুল ইসলাম খান মাসুদ!

পাদ্রীশিবপুর মোহাম্মাদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মরহুম মোঃ ইউনুস মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত!

পাদ্রীশিবপুর মোহাম্মাদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা মরহুম মোঃ ইউনুস মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত!