ঢাকাশনিবার , ১৭ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন
  5. আন্তর্জাতিক
  6. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  7. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ
  8. ঈদগাঁও
  9. কক্সবাজার
  10. কুড়িগ্রাম
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. চাকরি
  14. জাতীয়
  15. ঝিনাইদহ
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে মেয়র লোকমানকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Developer Zone
আগস্ট ১৭, ২০২৪ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

 

 

নজরুল ইসলাম আলীমঃ-বিএনপিকে নিয়ে কটুক্তি ও ঔদ্ধত্তপূর্ণ বক্তব্য দেয়ার প্রতিবাদে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়াকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৭আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্টান চত্বরে সমাবেশ করে।বিক্ষোভ সমাবেশে বাকেরগঞ্জ পৌর বিএনপির আহবায়ক নাসির জোমাদ্দার বলেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া সাধারণ মুরগীর খামারী থেকে ভোট চুরির মাধ্যমে মেয়র নির্বাচিত হয়ে ১৫ বছরে দূর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখলের মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হয়েছে।বাকেরগঞ্জ বিএনপির অভিভাবক আবুল হোসেন খান শান্তিপ্রিয় মানুষ হওয়ায় ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আওয়ামীলীগের উপর কোন ধরনের হামলা, মামলা, নির্যাতনের ঘটনা ঘটেনি। তিনি আরও বলেন, মেয়র লোকমান বিএনপির নমনীয়তাকে দূর্বলতা ভেবে দলকে নিয়ে কটুক্তি করেছে। এজন্য তাকেসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কোন সন্ত্রাসী, চাঁদাবাজকে আর ছাড় দেওয়া হবে না।বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব নাসির হাওলাদার, যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম দুলাল (ভিপি), রুহুল আমিন জোমাদ্দার, পৌর বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, সদস্য সচিব রুবেল জোমাদ্দার, পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান খান সালাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার প্রমুখ।বিক্ষোভ সমাবেশ শেষে বিএনপি নেতা কর্মীরা বাকেরগঞ্জ থানার সামনে জরো হয়ে মেয়র লোকমানের বিচারের দাবীতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। বিএনপির সিনিয়র নেতারা এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জের (ওসি) কাছে লোকমানের বিচার ও আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতারের মৌখিক দাবী জানায়।

শেয়ার করুন:

এই সাইটে নিজস্ব সংবাদ প্রকাশের পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে সংগ্রহীত খবর সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করা হয়। কোনো সংবাদ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে, অনুগ্রহ করে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন।

 

বিনা অনুমতিতে এই সাইটের প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিও কনটেন্ট ব্যবহার করা আইনত দণ্ডনীয়।